”Happy Friendship Day” রাত ১২টা বাজতে - TopicsExpress



          

”Happy Friendship Day” রাত ১২টা বাজতে না বাজতেই সবার মোবাইল এর মেসেজ tone টা হয়তো ঠিকই আজ বেজে উঠবে। সেখানে “happy friendship day” কথাটার পাশাপাশি sweet sweet wishও হয়তো থাকবে। কখনো হয়ত unexpected মেসেজ পেয়ে মনটা খুশিতে ভরে উথবে।আবার কখনো হয়তোবা expected কারো নাম্বার থেকে মেসেজ না পেয়ে একটু কষ্টও হতে পারে। SSC পাশ করার পর যখন নতুন নতুন সরকারী কলেজে ভর্তি হলাম, তখন কলেজের ছেলেরা এবং কলেজের বাইরের ছেলেরা ওৎ পেতে থাকতো জুনিয়র মেয়েদের সাথে প্রেম করার জন্য। সরাসরি অপরিচিত কাউকে প্রেম নিবেদনটা একটু odd বিধায় সবার dialogue হত “আমি আপনার ‘friend’ হতে চাই।“ সেই থেকে ‘friend’ শব্দটা খুব cheap লাগে আমার কাছে। হা... হা... হা......।। প্রেম নিবেদনের প্রাথমিক ধাপ আবিষ্কার করেছে তারা!! অপরিচিত কাউকে প্রেম নিবেদন করাটা odd হলে ‘friend’ হতে চাওয়া টাও কি odd না!!?? মোবাইলে unknown নাম্বার থেকে কল আসলে, মেয়ে কণ্ঠ শুনলেই ছেলেদের চুলকানি ওঠে (সবার না)। “আপু, আমি কি আপনার ‘friend’ হতে পারি??” কেন ভাই?? তোর কি friend এর খুব অভাব পরছে যে unknown নাম্বারে কল দিয়া (শুধুমাত্র মেয়েদের সাথেই) friendship করা লাগবে!!!?? facebook এর other message এর folder টা চেক করলে এখনও শত শত মেসেজ পাওয়া যায় “I wanna be ur ‘friend’. So, add me. I’m block.” কি পরিমান সস্তা!! মনে হয় যেন আমি দোকান খুইলা বসছি, আর ওরা friendship কিনতে আসছে!! মানুষ যখন-তখন, যেখানে-সেখানে, যার-তার সাথে আর কিছু না পাইলে খালি friendship করতে চায়!!! আমার চিন্তা- ভাবনাগুলো ভুল হতে পারে। কিন্তু এইসব বিভিন্ন কারনে “FRIEND” শব্দটা আমার কাছে খুব cheap মনে হয়। রাত ১২ টায় inbox এর wish পাঠানো মানুষগুলোকে কি আদৌ আপনি সবসময় পাশে পাবেন??? না, বন্ধুত্বের প্রতি বিশ্বাস আমার উঠে যায়নি। শুধু ‘friend’ শব্দটার ব্যবহার নিয়েই আমার যত আপত্তি। শব্দটা আমিও use করি, তবে সেটা না পারতে!! যদি পারতাম, তাহলে এর চেয়েও better কোন synonymous word use করতাম আমার বন্ধুদের জন্য। wish করুক আর নাইবা করুক আমাদের মন ঠিকই জানে আমাদের প্রকৃত বন্ধু কে। সর্বোপরি একটা গানের লাইনই মাথায় ঘুরতেসে- ”বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও......।“
Posted on: Sat, 02 Aug 2014 15:06:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015