/ How to Make Halal Love মন্তব্য ১ | - TopicsExpress



          

/ How to Make Halal Love মন্তব্য ১ | লিখেছেন হিমু (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ১:১২অপরাহ্ন) পুনম পান্ডের পুটু অমৃত সমান মতি ভাইয়া ভজে আর খোঁজে পুণ্যবান আমিষুলপনা|ফেসবুক|গুডরিডস জবাব ২ | লিখেছেন সাফি (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ১:১৫অপরাহ্ন) ঈমানে কই আমি সানি লিওনরে চিন্তাম না। এর পর আলুতে পড়লাম। এর পর গুগুল ক্রোমে কন্ট্রল + শিফ্ট চেপে N চাপলাম, এর পর আর কি করছি বা কি করিনাই বিস্তারিত কওন যাইবোনা। জবাব ৩ | লিখেছেন হিমু (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৩:৩৭অপরাহ্ন) কখনো আলুপেপারের অফিসে গেলে, কারো সাথে হ্যাণ্ডশেক করিস না। আমিষুলপনা|ফেসবুক|গুডরিডস জবাব ৪ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৭:৫৬অপরাহ্ন) হ্যাণ্ডশেক করলেও হাত দিয়া কইরেন না। জবাব ৫ | লিখেছেন তদানিন্তন পাঁঠা (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৫:০৯অপরাহ্ন) জবাব ৬ | লিখেছেন কল্যাণ [অতিথি] (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৩:৪৮অপরাহ্ন) বুখে আয় বাবুল ______________ আমার নামের মধ্যে ১৩ জবাব ৭ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৭:৫৫অপরাহ্ন) হ, আপনে তো এদের কাউরেই চিনতেন না। এরা খালি আপনেরে চিনতো জবাব ৮ | লিখেছেন reenreen (যাচাই করা হয়নি) (তারিখ: মঙ্গল, ১৯/০৬/২০১২ - ১২:৪৬পূর্বাহ্ন) এহ! ফেরেস্তা! জবাব ৯ | লিখেছেন উদ্ভ্রান্ত পথিক [অতিথি] (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ২:৩৬অপরাহ্ন) --------------------- আমার ফ্লিকার জবাব ১০ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৭:৫৩অপরাহ্ন) ওরে পুনম রে জবাব ১১ | লিখেছেন সাফি (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ১:১২অপরাহ্ন) বস কালকের প্রেমালুতে না এই লেখা নিয়া নিউজ মাইরা দেয় - ইউটিডি এর বাংলাদেশি গবেষক হালাল পন্থায় প্রেম উদ্ভাবন করলেন। জবাব ১২ | লিখেছেন কালো কাক (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ২:৩০অপরাহ্ন) জবাব ১৩ | লিখেছেন উদ্ভ্রান্ত পথিক [অতিথি] (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ২:৩৫অপরাহ্ন) --------------------- আমার ফ্লিকার জবাব ১৪ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:০২অপরাহ্ন) হ, সেইসাথে বলবে ৮০০ সচলকে জরিপ করে তিনি এই প্রমাণ করিয়াছেন যে নারীকে দেখিলে পুরুষের উত্তেজনা হয়। জবাব ১৫ | লিখেছেন অন্যরকম ধ্রুব (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৮:২৬পূর্বাহ্ন) জবাব ১৬ | লিখেছেন স্টয়িক রাসেল (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ১:২৯অপরাহ্ন) জবাব ১৭ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:০২অপরাহ্ন) ইডা মারেন কেন? জবাব ১৮ | লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ১:৪১অপরাহ্ন) _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই । রিন । ফেসবুক । জবাব ১৯ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:০২অপরাহ্ন) জবাব ২০ | লিখেছেন প্রদীপ্তময় সাহা [অতিথি] (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ১:৫৫অপরাহ্ন) আলু বড় ভালু। আপনার লেখা আর ফ্লো চার্ট ও ভালু। জবাব ২১ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:০৪অপরাহ্ন) লজ্জা পান কেন? কোন প্রেমঘটিত সমস্যা থাকলে খুলে বলেন, এক্ষুনি সমাধান দিয়ে দিচ্ছি। জবাব ২২ | লিখেছেন প্রদীপ্তময় সাহা [অতিথি] (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ১১:১৮অপরাহ্ন) আপাতত নাই। তবে আপনি বলায় ভরসা পাইলাম দাদা। জবাব ২৩ | লিখেছেন গৃহবাসী বাঊল (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ২:০৮অপরাহ্ন) বস, আপ্নের লেখা সেই শুরু থেইকা পড়ি। কোনদিন মন্তব্য করছি কিনা খেয়াল নাই। তয় আজকে আর সামলাইতে পারলামনা। তাই তাৎক্ষনিক ভাবে ডিসিশন লই চিন্তা করি সিদ্ধান্ত নিলাম আম্নেরে গুল্লি না করলে বেইনসাফি হইয়া যাইব জবাব ২৪ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:০৫অপরাহ্ন) হ বেশী করে গুলি করেন জবাব ২৫ | লিখেছেন অচল (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ২:২০অপরাহ্ন) ভাইজান মনে কিছু যদি না লন তাইলে একটা প্রশ্ন করি, ঈমানে কন তো বাকী ৮.৩ ভাগের দাবীটা কি ঠিক নাকি ভয়ে কইলেন। জবাব ২৬ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:০৬অপরাহ্ন) চিপায় আসেন, বলতেছি জবাব ২৭ | লিখেছেন উদ্ভ্রান্ত পথিক [অতিথি] (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ২:৩৪অপরাহ্ন) --------------------- আমার ফ্লিকার জবাব ২৮ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:০৬অপরাহ্ন) জবাব ২৯ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ২:৩৮অপরাহ্ন) - আয় আইজক্যা... কড়িকাঠুরে জবাব ৩০ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:০৬অপরাহ্ন) জবাব ৩১ | লিখেছেন বিলাস (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৩:০৪অপরাহ্ন) ইয়ো ম্যান, হেইল ইউ। জবাব ৩২ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:০৭অপরাহ্ন) ইয়ো ম্যান , খুল ম্যান জবাব ৩৩ | লিখেছেন পরী (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৩:০৯অপরাহ্ন) (গুড়) (আর কোন ইমো পাইতাছি না ) জবাব ৩৪ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:০৭অপরাহ্ন) গুলি, ইটা সবই মারলেন দেখি জবাব ৩৫ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৩:২৭অপরাহ্ন) জবাব ৩৬ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:০৯অপরাহ্ন) ছি: , কসকি মমিন বলতে নেই। সুন্দর ভাষায় বলুন, বলো কি হে মুমিন। জবাব ৩৭ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৯:১৬অপরাহ্ন) আমি কী ঈশ্বর মিয়া নাকি যে মমিন্যা বান্দা- বান্দিগোরে ডাকমু... তেব্র পেতিবাদ জানাই... কড়িকাঠুরে জবাব ৩৮ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৬পূর্বাহ্ন) জবাব ৩৯ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৩:৩৫অপরাহ্ন) ইয়া রাব্বুল আলামিন, ইহা আমি কি দেখিলাম জবাব ৪০ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:০৯অপরাহ্ন) জবাব ৪১ | লিখেছেন কল্যাণ [অতিথি] (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৩:৫২অপরাহ্ন) এমুন জুতসই আলুর ছবি কেমনে খুইজা বাইর করলেন??? সোনা কো? ______________ আমার নামের মধ্যে ১৩ জবাব ৪২ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:১১অপরাহ্ন) লাভ পটেটু লিখে গুগলে সার্চ দিতেই আলুর ছবি পেয়ে গেছি। আর ইয়ে তো ইয়ের মধ্যে জবাব ৪৩ | লিখেছেন কল্যাণ [অতিথি] (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১২:১৮পূর্বাহ্ন) পুরাটাই? মানে আট ভরির সবটাই ______________ আমার নামের মধ্যে ১৩ জবাব ৪৪ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৭পূর্বাহ্ন) জবাব ৪৫ | লিখেছেন রেজওয়ান (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৪:০২অপরাহ্ন) লেখা পড়িয়া হাসতেই আছি। তারা টু দা ইনফিনিটি। এতদিনে প্রেমালুর অনলাইন ডেস্কের জন্যে যোগ্য লোক পাওয়া গেল। এক্ষণি মতিচুর ভাইরে কইতাছি। জবাব ৪৬ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:১২অপরাহ্ন) হ, দেখেন তো দেখি একটা চাকরি দিতে পারেন নাকি। জবাব ৪৭ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৪:০৫অপরাহ্ন) এতা আমার প্রথম কমেন্ট সচল এ।সচল আমি ফলো করি শুধু মাত্র আপনার লেখার জন্য। আপনার লেখা র অপেক্ষায় থাকি। এক কথায় ফাটাফাটি হয়েছে । জবাব ৪৮ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:১৩অপরাহ্ন) আপনার নাম কই গো? জবাব ৪৯ | লিখেছেন কৌস্তুভ (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৪:১১অপরাহ্ন) আপ্নে একটা অমানুষ! আমার মত নিষ্পাপ তরুণ যার কপালে ০.০০০০১খানাও জুটলনা তারে ৯.৩এর নেতা বানিয়ে দিলেন? জবাব ৫০ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:১৬অপরাহ্ন) আহারে, জরিপে আপনার ডাটা যোগ করেনি বুঝি? করলেই গড় ৯ থেকে ধাই ধাই করে নিচে নেমে আসতো জবাব ৫১ | লিখেছেন কৌস্তুভ (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ১২:২২পূর্বাহ্ন) নাহ আমি এসে পৌঁছনোর আগেই পাপিষ্ঠ ব্যাটারা জরিপ করে ফেলেছে! তবে আমার একটা প্রশ্ন আছে - ওই ডেটা কি রাণীর হাজবেন্ডের ক্ষেত্রেও চলে? জবাব ৫২ | লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৪:২২অপরাহ্ন) পুরাই ম্রাত্মক, হাস্তে হাস্তে ইয়াক্কেলে শ্যাষ। আপ্নে মিয়া পারেনও, আলুর পিছ ছাইড়া এইবার কড়া কইরা দুইডা ঝাড়া দিয়া এস্তেঞ্জা সাইড়া কালুর পিছে লাগেন ========================================================== ফ্লিকার । ফেসবুক । 500 PX । জবাব ৫৩ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:১৮অপরাহ্ন) হ, পরে কালু আবার বলবে ব্লগ ভাষা ও সভ্যতার কটিদেশ এবং দুই পায়ের সংযোগস্থলে অবস্থিত উদগত মাংসল অংশবিশেষ মেরে দিচ্ছে। জবাব ৫৪ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৪:৪১অপরাহ্ন) কিভাবে হারাম প্রেম করতে হয় সেই বিষয়ে লেখার প্রত্যশায় এখন থেকেই লুল ফেলতে শুরু করলাম কিন্তুক! হিল্লোল জবাব ৫৫ | লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:১৮অপরাহ্ন) জবাব ৫৬ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৯:২০অপরাহ্ন) কড়িকাঠুরে জবাব ৫৭ | লিখেছেন পাঠক (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৫:৪৬অপরাহ্ন) ভাই আলু পড়তে গেলে কমেন্ট গুলা দেখে হাসব না কাঁদব বুঝতে পারিনা। আজকে আলুরে আপনি একদম ভেলু বানায় দিছেন জবাব ৫৮ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৪:৪১পূর্বাহ্ন) জবাব ৫৯ | লিখেছেন স্টয়িক রাসেল (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৭:২৯অপরাহ্ন) ভাই আপনি একটা অস্থির জিনিশ । ভাই সামনে একটা পর্ব দেন: How to write like CHOROM UDASH তাহলে খুব স্বল্প সময়ে এরকম অস্থির কিছ গল্প পাওয়া যাবে। জবাব ৬০ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৪:৪১পূর্বাহ্ন) জবাব ৬১ | লিখেছেন তাসনীম (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৮:৫৯অপরাহ্ন) ________________________________________ অন্ধকার শেষ হলে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে... জবাব ৬২ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৪:৪২পূর্বাহ্ন) ধন্যবাদ। আসতেছেন কবে? জবাব ৬৩ | লিখেছেন সত্যপীর (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৯:১১অপরাহ্ন) কৈতাসেন আলুর অনলাইন প্রেমডেস্কের লিখাগুলি আপনের লিখা না? আমার এখনো সন্দো হয় .................................................................. #banShibir জবাব ৬৪ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৪:৪৭পূর্বাহ্ন) জবাব ৬৫ | লিখেছেন নুসায়ের [অতিথি] (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৯:৫১অপরাহ্ন) টেক্সাসে তেল পাওন যায় জানতাম, কিন্তু আপ্নেরে দেইখা মনে হইতাছে নতুন রসের খনিও আবিষ্কার হইছে। কি করে শুদ্ধ বাংলায় ব্লগ লেখা যায় এ নিয়া একটা এসো নিজে করি চাই। জবাব ৬৬ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৮:১৮পূর্বাহ্ন) আরে টেক্সাসে সবই পাওয়া যায়। প্রমাণ চাইলে আগামী মাসের সচলাড্ডায় এসে যোগ দেন। জবাব ৬৭ | লিখেছেন স্বপ্নহীন (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৯:৫২অপরাহ্ন) লেখায় জবাব ৬৮ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৮:১৯পূর্বাহ্ন) জবাব ৬৯ | লিখেছেন ফেরদৌস জাহিদ (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ৯:৫৭অপরাহ্ন) যা বলেচেন দাদা, কমেন্ট না করে আর থাকতে পাল্লাম না। গুরু, সচলে বহুত নকশা বলে লিখি না। খালি আপনার লেখা পড়তেই আসি। আর, আজ যা লিখেচেন, মাইরী বলচি, কতবার যে মনে হল, মনের কথাটাই বলচেন। কি আলু, কি সানি লিওন, কি লেখা-লেখি, কি প্রমিত ভাষা - অসাধারণ। আবেগে চোখে পানি চলে এল, সব কিছু এলোমেলো হয়ে গেল। জবাব ৭০ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৩৪পূর্বাহ্ন) নকশা বলছেন কেনো? এখানে অতিথি হিসেবে লেখা দিতে তো তেমন ঝামেলা নেই। একাউন্ট পেতে হলে নিয়মিত কিছু লেখা দিতে হয় কিন্তু তাও অতো সময় লাগে না। যাহোক, চোখে পানি কি লেখা পড়ে আসলো নাকি সানি আপার কথা মনে পড়ে আসলো এবার বলেন দিকিনি জবাব ৭১ | লিখেছেন দ্রোহী (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ১০:০১অপরাহ্ন) যা কিছু ভালু তার সাথে আলু! আপনি লোক্ষারাপ তাই আলু ভালুবাসেন না। জবাব ৭২ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৩৫পূর্বাহ্ন) কে বললো ভালুবাসি না? জবাব ৭৩ | লিখেছেন মারভিন (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ১০:০৬অপরাহ্ন) সাধে কি বলে আমাদের স্মৃতি দূর্বল। লেখা দিয়ে হাসিয়ে সবাইকে ভোলাতে পারলেও আমি ভুলবো না। নিজেকে ১০১টা চিমটি কেটে আর অনেক দুঃখের কথা মনে করে হাসি নাই কারণ সাহিত্যিকের দাবী জানাইতে হবে। সাহিত্যিকের পরের পর্ব কই কই কই কই......? জবাব ৭৪ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৪:৪৬পূর্বাহ্ন) জবাব ৭৫ | লিখেছেন ছাগু (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ১০:৩৩অপরাহ্ন) আমি ছাগু, তোমার খবর আছে চউ !!! জবাব ৭৬ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৩৭পূর্বাহ্ন) জবাব ৭৭ | লিখেছেন ছাগু (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১০:৪৩অপরাহ্ন) হাসতে হাসতে মাইরা ফালাইলেন চউদা ... আপনার আসলেই খবর করা উচিত জবাব ৭৮ | লিখেছেন মেঘলা মানুষ (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ১১:১৯অপরাহ্ন) একসময় জনকন্ঠ এই গুরু দায়িত্ব পালন করত, এখন প্রেমালু জনগণকে শিক্ষিত(!) করার এই দায়িত্ব নিয়েছে। লেখায় জবাব ৭৯ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৩৭পূর্বাহ্ন) হ, তাইতো দেখি জবাব ৮০ | লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ১১:২৮অপরাহ্ন) __________________________ বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি; জবাব ৮১ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৩৭পূর্বাহ্ন) জবাব ৮২ | লিখেছেন আমি-অমিত (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৬/০৬/২০১২ - ১১:৫৬অপরাহ্ন) ভেবেছিলাম লেখাটা প্রিন্ট করে হ্যান্ডবুক বানায় বুক পকেটে রেখে দিবো আর এপ্লাই করবো। কিন্তু কেম্নে কি?? হাসতে হাসতে আমার চল্লিশা পড়া হয়ে গেছে। লেখা যে কি হয়েছে সেটা নতুন করে না বলি। জবাব ৮৩ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৩৮পূর্বাহ্ন) প্রিন্ট করে তাবিজ বানায়ে ফেলেন। সাফল্য নিশ্চিত? জবাব ৮৪ | লিখেছেন তারেক অণু (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১২:০৯পূর্বাহ্ন) মাসুদ্রানাই আপনের আদর্শ আর অণু যে চোখের সামনে রানারে ঐ এক ব্যাপারে বাস্তবে পরিণত করল, তার দাম নাইক্যা!!! অবশ্য ছোড়ার অবশ্য হারাম-হালাল বলে কিছু নাই তাও এক কথা বটে!। facebook জবাব ৮৫ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৩৯পূর্বাহ্ন) আগে আপনে ইয়েতি ছাড়া আর কারে কারে টানছেন সেটা বলেন দেখি জবাব ৮৬ | লিখেছেন আলোকিতা (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১২:৩৪পূর্বাহ্ন) আলুর যে ছবিখান দিছেন সেইটা বুঝি আলু পত্রিকার নতুন খামারবাড়িতে জন্মাইছে?? জবাব ৮৭ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪০পূর্বাহ্ন) হ, একেবারে আলুর জন্যই তৈরী প্রেমালু। জবাব ৮৮ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১:১৭পূর্বাহ্ন) আলু নিয়ে এত কিছু লিখলেন কিনতু আলুর দোষ টা কভার করলেন না তো!! নাকি সেটা হারাম প্রেমের মধ্যে পরে? অট: আলুর দোষ-এর শানে নযুল কি? কোনো মমিন ভাই যদি একটু জায়গায় বসে আওয়াজ দেন। লেখা ভালু হৈসে। মাগার জুতসই ইমো পাইলাম না। ধইন্যা পাতা দিতে কিনতু ভুইলেন না কৈলাম। জবাব ৮৯ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪১পূর্বাহ্ন) আলুর দোষ তো নাইক্কা, আলুর খালি গুন। জবাব ৯০ | লিখেছেন অরফিয়াস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১:৩২পূর্বাহ্ন) বুখে আয় বাবুল !!! তবে কোনো কিছু নিয়া বেশি ব্যথা বেদনা হইলে মতিঝিলের বিচ্ছু মলম পার্সেল কইরা দেয়া যাইবো চিন্তা নাইকা !! ---------------------------------------------------------------------------------------------- একদিন ভোর হবেই জবাব ৯১ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৩পূর্বাহ্ন) আবার জিগায়, আই মিন আবার জিজ্ঞেস করে জবাব ৯২ | লিখেছেন অনিকেত (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১:৪৫পূর্বাহ্ন) আর কিছু বলার নাই ভাই--- জবাব ৯৩ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৪পূর্বাহ্ন) জবাব ৯৪ | লিখেছেন মেঘা (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ২:৩৩পূর্বাহ্ন) নতুন পর্ব চলে আসলো আমি আমি জানতেই পারলাম না আমি কিছুদিন হাসপাতালে বেড়াতে গিয়েছিলাম তার মধ্যে নতুন পর্ব দেবার তীব্র নিন্দা জানিয়ে গেলাম লেখা পড়ে আমি হাসতে হাসতে অনেকটাই সুস্থ হয়ে গেছি (তাই আপনাকে মাফ করে দিলাম ভাইয়া)। প্রেমালুর ছবি দেখে আমি পুরাই মুগ্ধ। আলুর মধ্যে প্রেম কী অসাধারণ দৃশ্য। লেখা শেয়ার করতে পারছি না কেন? এই লেখা শেয়ার না করতে পারলে অনেকেই জানতে পারবে না পুনম পান্ডে আর সানি লিওন যে মতির জানে জিগার। পেপারব্যাকে ছাপাতে না পেরে অনলাইন ডেস্কে এই প্রেম বেয়ে পরছে সেটা তো মিস করা উচিৎ হবে না। জবাব ৯৫ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৪পূর্বাহ্ন) শইলডা ভালা এখন? জবাব ৯৬ | লিখেছেন মেঘা (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৫:১৪অপরাহ্ন) একটু একটু। বেশী ভালো তো আর হবে না কখনো জবাব ৯৭ | লিখেছেন ইয়াসির (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ২:৩৯পূর্বাহ্ন) জিনিস রে জিনিস! জবাব ৯৮ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৪পূর্বাহ্ন) জবাব ৯৯ | লিখেছেন রিয়েল ডেমোন (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৪:৫৮পূর্বাহ্ন) এই পর্বে উদাস হইলাম। জবাব ১০০ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৫পূর্বাহ্ন) জবাব ১০১ | লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৫:৪৮পূর্বাহ্ন) ইদানিং আমার মনে বাবলা পাতার কষোৎপাদন সিভিয়ার আকার ধারণ করছে! আপনে যেই আলু দেখে প্রেমালু নাম দিলেন সেইটা দেখেই আমার প্রথম যেইটা মনে হৈছে, ঐটা তো আর ভদ্র সমাজে বলা যাচ্ছে না। এস্তেঞ্জা সম্পাদক এমনিতেই ক্ষেপে আছেন ব্লগ আর ব্লগারদের উপর! তবে, একটা হিন্ট না দিলেও মনের মধ্যেকার হাদুমপাদুম থামতাছে না। বহুকাল পূর্বে ভ্যাব্দা রৈষূ বলে এক জগদ্বিখ্যাত কোবি সবখানেই হাতিঘোড়াডায়নোসর মারতো। তার এক বিশ্বভ্রহ্মাণ্ডবিখ্যাত কোবতের লগে একটা স্কেচ লটকায়া দিছিলো। সেইটারে সেই কোবতের পাপিষ্ঠ পাঠকেরা জনৈক ঘোড়ামুখো হুমুর ঝুলে যাওয়া আংরেজী ব্যাগ বলে চিহ্নিত করেছিলো। আপনার দেয়া প্রেমালুটা অবশ্য সেইটার সাপেক্ষে জেন্ডার আর অবস্থানগত দিক থেকে বিপরীত দিকে অবস্থান করছে বলে মনে হয়েছে। যাউকগা, ফাজুল কি বাত বন। আমি চিন্তা করতেছি আংল্যান্ড যামু না। এইখানেই লন্ডনী কইন্যা খুঁজে নিয়ে জিগামু, আমার ভাগের পুরা নয় দশমিক তিন শতাংশ বুঝায়া দে মাতারি! বিএসএফ— ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ জবাব ১০২ | লিখেছেন অন্যরকম ধ্রুব (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৯:০৭পূর্বাহ্ন) ছিহ! কি কুৎসিত ভাশা! জবাব ১০৩ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৩৭অপরাহ্ন) জবাব ১০৪ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৩৭অপরাহ্ন) গ্রেট ম্যান থিঙ্কস এলাইক, বুঝতেছি আপনের ক. মনে হইছে আলু দেখে । আপনে আগে রোকেয়া আপা বা কাউরে জার্মানীর স্ট্যাট জিগান, হয়তো ওইখানে গড় ৯ দশমিক তিন এর চেয়েও বেশী। জবাব ১০৫ | লিখেছেন অমি_বন্যা (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৭:৩১পূর্বাহ্ন) পরের টিউটোরিয়াল পড়ার লাই জান বারাই জাইচ্চে। এক্কারে হাডাইলাইছেন রে বাই। একেবারেই মজা। জবাব ১০৬ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৩৮অপরাহ্ন) আপনার জন্যই তো লিখলাম। প্রেম তুমি কি বলে কান্নাকাটি করতেছেন বলে মনে হল, গবেষণা করে জানার চেস্টা করি এইটা কি। জবাব ১০৭ | লিখেছেন অমি_বন্যা (যাচাই করা হয়নি) (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ২:৫৯পূর্বাহ্ন) এ কি শুধুই গবেষণা একেবারে চুলচেরা বিশ্লেষণ যাকে বলে। থ্রেবিয়ে জবাব ১০৮ | লিখেছেন অন্যরকম ধ্রুব (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৮:৩০পূর্বাহ্ন) সাতসকালে রুমের জুনিয়রটারে আদর কইরা পড়তে দিলাম - How to Make Halal Love! বেরসিকের মতো কইল - ভাইয়া, আমি তো অনেক ছোট!!! জবাব ১০৯ | লিখেছেন কালো কাক (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১২:২৩অপরাহ্ন) নাউজুবিল্লাহ ! জবাব ১১০ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৩৯অপরাহ্ন) জবাব ১১১ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৮:৪০পূর্বাহ্ন) উদাস ভাই আপনি একটা অমানুষ, হাসতে হাসতে পেটে খিল ধরাইয়া ফালাইসেন। আপনার লেখা সবসময়ই খুব বেশি ভালো লাগে। প্রত্যেকবার ই কমেন্ট করতে ইচ্ছা করে কিন্তু এই প্রথমবারের মতো করলাম। ভাই আপনে মানুষটা বেশি বস। পরের পর্বের অপেক্ষায় রইলাম। আর আপনার জন্য জবাব ১১২ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪১অপরাহ্ন) এইতো বাংলা টাইপ বেশ ভালই করেন মনে হচ্ছে। এইবারে নিজেও লেখালেখি শুরু করে দেন। জবাব ১১৩ | লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:১৯পূর্বাহ্ন) বস, একটা ভিন্ন আঙ্গিকে লেখাটা নামান - How to make love in Halal way (কীভাবে হালাল পন্থায় করবেন?) _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই । রিন । ফেসবুক । জবাব ১১৪ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪১অপরাহ্ন) জবাব ১১৫ | লিখেছেন রু (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৩পূর্বাহ্ন) সোয়া একখানা প্রেম (অবশ্যই হালাল) করে কানে ধরেছি। ওই পথ আর মাড়াবো না। আপনার ফ্লো চার্টে তো এখন নিজেকে খুঁজে পাচ্ছি না। অসাধারণ লেখা! দারুণ!! জবাব ১১৬ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪২অপরাহ্ন) সমস্যা খুলে বলেন, এইখানে বিনামূল্যে সমাধান দেয়া হয়। জবাব ১১৭ | লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১২:২০অপরাহ্ন) চরম অমানবিক লেখা!!!! ঠিক যেই মুহূর্তে মনে হবে মেয়েটি বুঝি আপনাকে ছাড়া বাঁচবেই না তখনই হয়তো প্রস্তাব দেয়ার পরেই মেয়ে চোখ কপালে তুলে বলবে, আপনি আমার বড় ভাইয়ের মতন অথবা আপনি আমার বেস্ট ফ্রেন্ড। ‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-. সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা? জবাব ১১৮ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪২অপরাহ্ন) জবাব ১১৯ | লিখেছেন সজল (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১২:২৫অপরাহ্ন) দারুণ। ফ্রেজারের একটা সিন। সে তার বান্ধবীকে সান্তনা দিচ্ছে, বান্ধবী বলতে যাচ্ছে, you are my best ..., ফ্রেজার তারে থামায় দিয়ে বললো, Dont say the F word । ফ্রেন্ডস জোনে যে কত কত প্রেম এই ভাবে শহীদ হলো। --- মানুষ তার স্বপ্নের সমান বড় জবাব ১২০ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৪অপরাহ্ন) সেটাই। এজন্যেই তো Frined আমার সেকেন্ড ফেভারিট F ওয়ার্ড। জবাব ১২১ | লিখেছেন বোকা মেঘ (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ২:৪১অপরাহ্ন) এখনো অবিয়াইত্যা বন্ধুদের/শত্রুদের অবশ্যপাঠ্য... জবাব ১২২ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৪অপরাহ্ন) জবাব ১২৩ | লিখেছেন তদানিন্তন পাঁঠা (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৬:০৪অপরাহ্ন) আয় বাবুল, চিপায় আয়। ভয় নাই; বুকেই লমু। জবাব ১২৪ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৫অপরাহ্ন) জবাব ১২৫ | লিখেছেন এ হাসনাত (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ৯:১১অপরাহ্ন) আলু পড়ে অল্প সল্প যা শিখতাম আপনার জ্বালায় আলু তাও বন্ধ করে দিবে। বন্ধ করে দিলে আপনার খবর আছে কইলাম। you have news man জবাব ১২৬ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৯অপরাহ্ন) যান কথা দিচ্ছি, আমার অত্যাচারে যদি আলুর অনলাইন ডেস্ক বন্ধ হয়ে যায় তাইলে আমি এখানে সচল অনলাইন ডেস্ক খুলে একই রকম গবেষণামুলক লেখা নামানো শুরু করবো। সেই সাথে পাঠকের সমস্যার লাইভ সমাধাণ দেয়া হবে, চরম উদাস সব জানে সেকশনে। জবাব ১২৭ | লিখেছেন নিয়াজ মোর্শেদ চৌধুরী (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১০:১১অপরাহ্ন) এ কী লিখলেন! বাচ্চা কালের রিডিং পড়ার মত বৌ কে পড়ে শুনাচ্ছিলাম। দুজনেই হাসতে হাসতে শেষ। টুইটার জবাব ১২৮ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৫০অপরাহ্ন) পড়েন, সেইসাথে আয়ারল্যান্ডের গড়ের হিসাবটাও নিয়েন। জবাব ১২৯ | লিখেছেন ইঁদুর [অতিথি] (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১০:২৬অপরাহ্ন) সেইখানের গাছের লাউ অন্য গাছের আরেক লাউ এসে নিয়ে গেলে আমাদের কপালে জুটবে কি? =)=)- জবাব ১৩০ | লিখেছেন চরম উদাস (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৫১অপরাহ্ন) জবাব ১৩১ | লিখেছেন ওডিন (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৫২অপরাহ্ন) এফোর কাগজে প্রিন্টাউট নিয়া এক্ষণি প্রেম কর্তে ঝাঁপায়া পড়তাছি! ______________________________________ যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না জবাব ১৩২ | লিখেছেন চরম উদাস (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ৯:৪৪পূর্বাহ্ন) পড়েন পড়েন, কাজ হবেই। বিফলে মূল্য ফেরত। জবাব ১৩৩ | লিখেছেন জারীফ হাসান (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৫৫অপরাহ্ন) এগুলান কি লিখসেন ভাই, আমি তো আপনের পাঙ্খা হয়া গেলাম. (গুড়) জবাব ১৩৪ | লিখেছেন চরম উদাস (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ৯:৪৫পূর্বাহ্ন) জবাব ১৩৫ | লিখেছেন কীর্তিনাশা (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ১২:১৬পূর্বাহ্ন) হা হা প গে ম গে হো গে ------------------------------- আকালের স্রোতে ভেসে চলি নিশাচর। জবাব ১৩৬ | লিখেছেন চরম উদাস (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ৯:৪৬পূর্বাহ্ন) পগে মগে তো বুঝলম, হোগে টা কি জবাব ১৩৭ | লিখেছেন মৃত্যুময় ঈষৎ [অতিথি] (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ১২:২০পূর্বাহ্ন) প্রথম প্রেমালুরে এম্নে নাঙ্গা কৈরা ছাড়লেন বস, আন্নের দিলে রহম নাইক্কা!!! আরো কত্তকিছুরে নাংগা করলেন, এ অবিচার বড্ড অবিচার!! আন্নেরে গুরু মানি!!! _____________________ Give Her Freedom! জবাব ১৩৮ | লিখেছেন চরম উদাস (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ৯:৪৭পূর্বাহ্ন) আপনে কি লেখালেখি ছেড়েই দিলেন নাকি? জবাব ১৩৯ | লিখেছেন মৃত্যুময় ঈষৎ [অতিথি] (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ৩:১৭অপরাহ্ন) দেহেন বস, আপ্নারা আমারে এম্নে লেখালেখির কথা জিগান আর আমি ব্যাপকাপ্লুত হৈয়া বিগত ৭ মাসে তিন/চার খান লেখা (সর্বশ্রেষ্ঠ কাইব্যমাইল্য) দিছি, আফসুস দুর্বিজ্ঞ( ) মডুরা তার মর্ম উদ্ধার করতে পারে নাই আর আন্ধাকালের কণ্ঠ কয় আরো মডারেশন বসাইতে; তাইলে দেহা যাইবো আমার মন্তব্যও আর ছাড়পত্র পাইতাছে না........ এনি ওয়ে বস, একখানও লেখা যদি সচলেমুখ দেখে আপ্নারে, অণুদারে ফেবুতে ম্যাসেজ দিয়া আগে জানামু নে........ _____________________ Give Her Freedom! জবাব ১৪০ | লিখেছেন রানা মেহের (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ৩:৩১পূর্বাহ্ন) আপনি একটা জিনিস ----------------------------------- আমার মাঝে এক মানবীর ধবল বসবাস আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস জবাব ১৪১ | লিখেছেন চরম উদাস (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ৯:৪৭পূর্বাহ্ন) জবাব ১৪২ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ৪:০১পূর্বাহ্ন) বস, লেখা পুরাই মধুমাখা।।।।। আর নীরব থাকতে পারলাম না, সরব হইয়া গেলাম, পয়লা কমেন্ট।।।। জটিল হইছে আম্রিকার ললনাগো গড় এর একটা ধারনা এই ভিডিও তে: youtube/watch? v=nJqGdyjP5sU জবাব ১৪৩ | লিখেছেন চরম উদাস (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ৯:৪৮পূর্বাহ্ন) ভিডিও মজা পাইলাম । জটিল হিসাব করছে ছোকরা জবাব ১৪৪ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ৫:৩৮পূর্বাহ্ন) আপনি আসলেই একটা ইন্টেলেকচুয়েল বদমাইশ! লেখা চরম হইছে। নতুন পাঠক জবাব ১৪৫ | লিখেছেন চরম উদাস (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ৯:৪৯পূর্বাহ্ন) জবাব ১৪৬ | লিখেছেন তানভীর রাব্বানী (যাচাই করা হয়নি) (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ১১:৪৪পূর্বাহ্ন) ওরে বুকে আয় বাবুল!!! জবাব ১৪৭ | লিখেছেন চরম উদাস (তারিখ: মঙ্গল, ১৯/০৬/২০১২ - ৫:৪৯পূর্বাহ্ন) আইচ্চি জবাব ১৪৮ | লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ৪:৫২অপরাহ্ন) ওরে খোদারে আমার! এমনিতেই আপিসে আমারে সবাই পাগল ভাবে! এফোর কাগজে প্রিন্ট নিয়ে প্রেম করতে ঝাঁপায় পড়ুম ভাবতেসি! ************************************************** “মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে। মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি। জবাব ১৪৯ | লিখেছেন চরম উদাস (তারিখ: মঙ্গল, ১৯/০৬/২০১২ - ৫:৫২পূর্বাহ্ন) ঝাঁপায়ে পড়েন, বিফলে মূল্য ফেরত। জবাব ১৫০ | লিখেছেন স্বপ্নহারা (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ১১:০২অপরাহ্ন) অমানবিক! আলুর প্রতি পাষন্ডঃ আলুষন্ড! ------------------------------------------------------------- জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন... জবাব ১৫১ | লিখেছেন চরম উদাস (তারিখ: মঙ্গল, ১৯/০৬/২০১২ - ৫:৫২পূর্বাহ্ন) জবাব ১৫২ | লিখেছেন উচ্ছলা [অতিথি] (তারিখ: সোম, ১৮/০৬/২০১২ - ১১:৩০অপরাহ্ন) আপ্নে একটা চুড়ান্ত খাইষ্টা, দুর্লভ প্রজাতির জিনিয়াস রকস্টার ব্লগার। যদি স্নাইপার হতাম, তাইলে আপনাকে আর তারেকাণুকে একসাথে সম্পূর্ণ অভিনব পন্থায় মার্ডার করতাম। FBI, গোয়েন্দা ঝাকানাকা কারো সাধ্য ছিল না এই হত্যা-রহস্য উদ্ঘাটন করে। - এই জীবনে না হতে পারলাম স্নাইপার, না হতে পারলাম চরম উদাসের শিষ্য রাখব না এ জীবন। “Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha জবাব ১৫৩ | লিখেছেন চরম উদাস (তারিখ: মঙ্গল, ১৯/০৬/২০১২ - ৫:৫৬পূর্বাহ্ন) শোনেন বুদ্ধি বলি, আপনের একটা গুলি অন্তত সেভ হবে। তারেক অণু রে গুলি করেন আগে, সেইটা দেখে খুশির চোটে দেখবেন আমার এমনেই হার্ট অ্যাটাক হয়ে গেছে। এক্কেবারে আপনের এক ঢিলে দুই পাখি হবে জবাব ১৫৪ | লিখেছেন মরুদ্যান [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৯/০৬/২০১২ - ১২:৪৬অপরাহ্ন) বলো কি হে মুমিন! ----------------------------------------------------------------------------------------------------------------- যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে জবাব ১৫৫ | লিখেছেন চরম উদাস (তারিখ: বুধ, ২০/০৬/২০১২ - ১২:৩৯পূর্বাহ্ন) জবাব ১৫৬ | লিখেছেন সাবেকা (যাচাই করা হয়নি) (তারিখ: মঙ্গল, ১৯/০৬/২০১২ - ৩:২০অপরাহ্ন) হাসিতে হাসিতে প্রাণ ওষ্ঠাগত হইবার উপক্রম হইয়াছে জবাব ১৫৭ | লিখেছেন চরম উদাস (তারিখ: বুধ, ২০/০৬/২০১২ - ১২:৩৯পূর্বাহ্ন) জবাব
Posted on: Sat, 27 Dec 2014 16:00:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015