Icon তৈরি করুন এবং Drive এর আইকন - TopicsExpress



          

Icon তৈরি করুন এবং Drive এর আইকন পরিবর্তন করুন কোন সফ্টওয়ার ছাড়া : যেই Imageটির Icon ফরমেটে তৈরি করবেন Image এর উপরে Right-Click করে Edit বা Imageটি Paint এর মাধ্যমে open করুন। এখন Paint এর Windows থেকে Imageটি Copy করুন। সম্পূর্ন ছবিটি নির্বাচন করতে Ctrl+A এ চাপ দিন , তারপর Ctrl+C এ চাপদিন তাহলে সম্পূর্ন ছবিটি Copy করা হলো। এরপর Run এর Dialogue Box টিতে C:\Windows\System32\mspaint.exe টাইপ করে Enter button এ Press করুন । তাহলে Paint এর খালি Windows টি চালু হবে। এই Windows এ Ctrl+V চেপে আপনার Copy করা ছবিটি Paste করুন। ছবিটি Save করার সময় যেকোন নাম দিন এবং নামের শেষে .ico দিন । Save করার পূর্বে আইকন সাইজ ১২৮×১২৮ দিন। সম্পূর্ন পোষ্টটির জন্য নিচের লিংক এ ক্লিক করুন। https://m.facebook/rezaul.rayhan/photos/a.366209806863650.1073741828.291833454301286/437252283092735/?type=1
Posted on: Sun, 21 Dec 2014 11:36:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015