January 8 at 11:55am তারিখের পোষ্টের - TopicsExpress



          

January 8 at 11:55am তারিখের পোষ্টের পর থেকে ***** ইসলাম ও গনতন্ত্র এ সংঘাতের সমাধানের জন্য দার্শনিক ও চিন্তাবিদরা এগিয়ে এলেন । তাদের মধ্যে থেকে কেউ কেউ ধর্মকে অস্বীকার করে বসল এবং কেউ কেউ ধর্মকে স্বীকার করলেও রাষ্টের মাঝে ধর্মের প্রভাবকে অস্বীকার করল । এভাবে তারা সকলে ধর্মকে জীবন থেকে আলাদা করে ফেলার সিধান্তে একমত হল । তাদের মতে ধর্ম নিতান্তই একটি ব্যক্তিগত ব্যাপার । মানুষের পারস্পারিক সম্পর্ক নির্ধারনে ধর্মকে অনধিকার প্রবেশ করতে দেয়া চলে না । তারা শাসন ব্যবস্থা নিয়ে গবেষণা করলো এবং মার্টিন লুথারের নেতৃত্বে একটি আপোষ রফায় উপণীত হলো । এ আপোষের প্রস্তাবে বলা হল যে, ধর্ম মানুষের ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকবে, এবং মানুষের ধর্মীয় দিকের পরিচালনা ও নিয়ন্ত্রনের ক্ষমতা পাদ্রীদের হাতে থাকবে । আর জনগনকে শাসন করার ক্ষমতা থাকবে জনগনের হাতে । তাদের উপর আর কারো কর্তৃত্ব থাকবে না । তারাই আইন প্রণয়ন করবেন, এ আইন দ্বরাই তারা শাসিত হবেন । তারা যে, বিধান রচনা করবেন তা দ্বারা পরিচালনার জন্য নিজেরাই নিজেদের শাসক নিযুক্ত করবেন । সমাজের পার্থিব জীবনের সকল দিকের কর্তৃত্ব ও নেতৃত্ব রাষ্টের উপর ন্যস্ত থাকবে এবং পার্থিব বিষয়েই পাদ্রীদের কোন প্রাধ্যান্যই থাকবে না । অবশ্য রাষ্টের নেতৃবৃন্দকে পাদ্রীদের নিকটই রাষ্ট পরিচালনার দায়িত্ব নেবার শপথ গ্রহন করতে হবে । এভাবে জনগণকে পাদ্রীদের শাসন থেকে মুক্ত করার জন্য মানব রচিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূত্রপাত হয় । এটি মানব রচিত শাসন ব্যবস্থা । পশ্চিমা সভ্যতার এ বিশ্বাসের ফলে ধর্ম জীবন এবং রাষ্ট থেকে আলাদা করে ফেলা হলো । ধর্ম সঠিক না সঠিক নয় তা তাদের বিবেচ্য বিষয় ছিল না । বরং তারা ধর্ম কে সমস্যা মনে করে তাদের জীবন থেকে সরিয়ে দিয়েছে । “ এখান থেকেই ধর্ম নিরপেক্ষতা ( Secularism) উৎপত্তি হয় । ** আজকে যারা সেক্যুলারিজমের ( Secularism) কথা বলেন তাদের মনে রাখা উচিত ধর্মনিরপেক্ষতা এসেছে খৃষ্টান ধর্মের পাদ্রীদের সাথে, জনগনের সৃষ্ট সমস্যা থেকে । ইসলামের কোন সমস্যা থেকে আসেনি । তার পরেও তারা জোর করে মুসলিমদের উপর চাপিয়ে দেয়ার চেষ্ট করা হচ্ছে । ** এটি একটি আপোষরফামূলক বিশ্বাস । আল্লাহুর বিধি বিধান দিয়ে জীবন চলবে কি চলবে না । এ বিষয়ে তারা আপোষ করে ফেলল । এ আপোষরফামূলক সমাধানের ফলে জীবনের গুরুত্বপূর্ণ সকল বিষয়াবলী থেকে ধর্ম আলাদা হয়ে পড়ল । ফলে ধর্ম রাষ্ট ও শাসন ব্যবস্থা থেকেও আলাদা হয়ে পড়ল । “ধর্ম রাষ্ট থেকে আলাদা” এ বিশ্বাসের উপর ভিত্তি করে পুঁজিবাদী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হল । ইনশাআল্লাহ চলবে.....
Posted on: Mon, 12 Jan 2015 06:56:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015