Miracle in Cell No. 7 first movie that i ever cried. I - TopicsExpress



          

Miracle in Cell No. 7 first movie that i ever cried. I cried like baby,Tears dropped down again after so many years, Best Korean movie Ive EVER watched!! Love it............. মানুষিক ভাবে দুর্বল এক বাবা ও তার মেয়ের গল্প। একজন বাবা তার মেয়েকে কতটা ভালোবাসতে পারে ও নিজের জীবন মেয়ের জন্য দিয়ে দিতে পারে তা ভালো ভাবেই ফুটিয়ে তুলেছেন Director: Hwan- kyung Lee। শিশু রেপ ও হত্যার মিথ্যা মামলায় জেলে যান Yong-Goo। প্রথম প্রথম কারাগারে সবার কাছে খারাপ আচরন পেলেও কিছুদিন পর সবার প্রিয় হয়ে যান,এবংকি কারাগার প্রধানের কাছেও। সবাই তাকে সাহায্য করে জেল থেকে বের হওয়ার জন্য। আবার মামলা রিভিউ হয়,কিন্তু মেয়েকে বাচানোর জন্য আদালতে গিয়ে সব দোষ নিজের বলে স্বীকার করে ফলে তার ডেথ সেনটেন্স বহাল থাকে। এভাবে নিজে মরে গিয়ে মেয়েকে বাচিয়ে দিয়ে যায়। এভাবেই গল্প এগুতে থাকে। তবে মুভিটি দেখলে একট হলেও চোখের জল বের হবেই। [ কেউ যদি বলে এই মুভি দেখে তার চোখের কোনে পানি জমেনি, তাহলে হয় সে মিথ্যা বলতেসে, নাইলে সে মানুষ বলার যোগ্য নয়--- a great comment about this movie by Mazqura Islam Jenny ] with English subtitle https://youtube/watch? v=3ndFkd2qIGw
Posted on: Sun, 28 Dec 2014 12:51:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015