Movie : While You Were Sleeping (1995) Genre : Comedy | Drama | - TopicsExpress



          

Movie : While You Were Sleeping (1995) Genre : Comedy | Drama | Romance Cast : Sandra Bullock, Bill Pullman, Peter Gallagher | নিসঙ্গ টিকেট কালেক্টার লুসির জীবনে আনন্দ নেই , ভালোবাসা নেই । সে সব সময় ভাবে তার একটি সুন্দর জীবন হবে , তার চারপাশে থাকবে অনেক মানুষ যারা তাকে স্নেহ করবে , ভালবাসবে আর থাকবে একজন ভালোবাসার মানুষ । সে প্রায় সব সময় পিটার নামে এক লোককে দেখে রেলওয়ে ষ্টেশনে । দেখতে তার ভালো লাগে । হয়তো কিছুটা পছন্দও করতো । একদিন এক মারাত্মক দুর্ঘটনা থেকে লুসি পিটারকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পিটার কোমায় চলে যায় । এদিকে পিটারের বাড়ির লোকজন এসে লুসিকে ভেবে বসে পিটারের প্রেমিকা । লুসিকে তারা আপন করে নেয় । প্রচণ্ড ভালবাসায় সিক্ত লুসি তাদের সত্য বলতে পারে না । অনেক চেষ্টা করে বলার কিন্তু পিটারের পরিবার থেকে যে ভালোবাসা পায় তা আগে কখনো সে পায়নি , ভালোবাসার কাঙ্গাল লুসি তাই বলতে চেয়েও পারেনি । এর মধ্যে পিটারের ছোট ভাই জ্যাক খবর পেয়ে আসে । লুসিকে তার প্রচণ্ড সন্দেহ হয় । সে লুসির পেছনে লাগে সত্য জানার জন্য । এভাবে লুসি আর জ্যাকের মধ্যে এক মজার সম্পর্ক গড়ে উঠে । দুজনের খুনসুটি হাসি ঠাট্টায় একে অপরের প্রেমে পড়ে যায় । কিন্তু জ্যাক কখনো বলতে পারেনা কারণ সে জানে লুসি তার বড় ভাইয়ের প্রেমিকা আর লুসি কখনো বলতে পারেনা কারণ সে ভাবে এতে জ্যাক আর তার পরিবার তাকে মিথ্যাবাদী আর বিশ্বাসঘাতক ভাববে । ইট্‌স অ্যা ক্লাসিক রোম্যান্টিক সিনেমা । চাইলে দেখে নিতে পারেন । Imdb : imdb/title/tt0114924/ Trailer : youtube/watch?v=d3RSYSsgz3w Download : https://kickass.to/while-you-were-sleeping-1995-brrip-720p-x264-aac-pristine-p2pdl-t8437071.html Find more on সেলুলয়েডের গল্প ।
Posted on: Thu, 23 Oct 2014 16:14:32 +0000

Trending Topics



ent? September 6, 2012 at
Black Friday Deal Black & Decker 2.7-cu ft Refrigerator with
TRABALHO

Recently Viewed Topics




© 2015