|| STUDY IN AUSTRIA - স্টাডি ইন - TopicsExpress



          

|| STUDY IN AUSTRIA - স্টাডি ইন অষ্ট্রিয়া -অষ্ট্রিয়াতে উচ্চশিক্ষা || প্রথমে দেশ সম্পর্কে দুই চারটা কথা বলে নেই। অষ্ট্রিয়া সেন্ট্রাল ইউরোপের অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশে গুলোর মধ্যে অন্যতম । মাত্র ৮.৫ মিলিয়ন লোকের বসবাস এই দেশটিতে । অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জার্মান । বেকারত্তের হার ৪.০ % । ১৯৯৫ সালের জানুয়ারী ১ তারিখে ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য পদ লাভ করে । যারা ইউরোপে উচ্চশিক্ষা নিয়ে ভাবছেন তাদের জন্য অষ্ট্রিয়া হতে পারে এক আদর্শ জায়গা । আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বে কোন প্রশ্ন জিজ্ঞেস করার পূর্বে অবশ্যই নিচের তথ্য গুলো এক নজরে পড়ে নিবেন । ১# অষ্ট্রিয়াতে উচ্চশিক্ষার মাধ্যম হল জার্মান ভাষা, ব্যাচেলর লেভেলে হাতে গুনা কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে ইংলিশে পড়াশুনা করানু হয় । মাস্টার্স, পি এইচ ডি ইংলিশ লেভেলে পড়তে পারবেন । ২# পড়াশুনা করতে খুবই কম টিউশন ফী লাগে । যার পরিমান পার সেমিস্টার ৪০০ থকে ৮০০ ইউরো। তবে অনেক ইউনিভার্সিটিতে ই কোন প্রকার তুইশন ফী লাগে শুদু মাত্র সেমিস্টার ফী বাবদ ৩৮০.৬৩ ইউরো প্রদান করতে হয় । ৩# ১২+ (অ্যাকাডেমিক যোগ্যতা ) যে কেউ অষ্ট্রিয়াতে পড়াশুনা করতে পারবে । ৪# বছরে দুইটা সেমিস্টারচ প্রতি বছর ফেব্রুয়ারী ৫ তারিখ আর সেপ্টেম্বর 5 তারিখ । ( You have send your complete application documents to the university by September 5th at the latest (for the following winter semester) or February 5th (for the following summer semester). These deadlines cannot be extended.) বিস্তারিত জানতে এইখানে ||bit.ly/19sFDNp || ৫# ইংলিশ মিডিয়ামে পড়তে হলে IELTS/TOFEL এর দরকার হয় । তবে এটা ইউনিভার্সিটি এর পলিসি এর ওপর নির্ভর করে। অনেক ইউনিভার্সিটি আছে যে গুলোতে Placement Test নিয়ে থাকে অনলাইনে । যদি আপনি পাস করে তাহলে আপনার জন্য অফার লেটার ইস্যু করা হবে ।আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি অস্ট্রিয়ান ইউনিভার্সিটি যদি অফার লেটার ইস্যু করে থাকে তার মানে আপনি ভিসা পাচ্ছেন নিশ্চিত যদি অন্যান্য ডকুমেন্টস ঠিক থাকে । ৬# পর্যাপ্ত ব্যাংক সলভেন্সি দেখাতে হবে (৭০০০-১০০০০ ইউরো ) ৭#অনেক ক্ষেত্রে ডকুমেন্টস সত্তায়ন এর ক্ষেত্রে এমব্যাসি থেকে করতে বলা হয়ে থাকে । যদি আপনার ইউনিভার্সিটি সেটা করতে বলে তাহলে কেবল করবেন কেননা এমব্যাসি থেকে ডকুমেন্টস সত্তায়ন এর জন্য তারা আপনার কাছ থেকে টাকা নিবে যার পরিমান ৩০ ইউরো পার পেইজ । ৮# থাকা খাওয়ার খরচ মাসিক ৩০০ ইউরো এর মত হয়ে থাকে । ৯# বাংলাদেশে এমব্যাসি না থাকায় ভিসা আবেদন এর জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে । এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকতে তাহলে ভিসা পেতে কি হার্ড হবে ?না তেমন কিছু না । যদি সব কিছু ঠিক থাকে তাহলে এমব্যাসি আপনাকে ভিসা দিতে বাধ্য । ভয়ের কোন কারন নাই । ১০# ৫ বছর বসবাসের পর পার্মানেন্ট রেসিডেন্ট পার্মিট আবেদন করতে পারবেন আর ১০ বছর কনটিনোয়াস বসবাসের পর কিংবা ৫ বছর পার্মানেন্ট রেসিডেন্ট পার্মিট বাসিস বসবাসের পর আপনি নাগরিকত্তের (Citizenship) জন্য আবেদন করতে পারবেন । বিস্তারিত জানতে এইখানে ||bit.ly/15gsEm5 || আরও যে সকল বিষয় আছে এবং অন্যান্য বিষয় আপনাদের দৃষ্টিগোচর হবে তা আসতে আসতে অ্যাড করে নিব । আর সবশেষে এই দুইটি লিঙ্কে গিয়ে বিস্তারিত তথ্য জেনে নিবেন অষ্ট্রিয়াতে উচ্চশিক্ষা ও অভিবাসন এর ব্যাপারে । আশা করি আপনারা প্রশ্ন করার আগে একবার হলে পড়ে নিবেন । migration.gv.at/en/ oead.at/
Posted on: Sun, 22 Sep 2013 05:44:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015