Ship or Sheep: Ann Baker Ship-Sheep, Quite-Quiet, Accept-Except - TopicsExpress



          

Ship or Sheep: Ann Baker Ship-Sheep, Quite-Quiet, Accept-Except এই শব্দগুলোর উচ্চারণের পার্থক্য থাকা সত্ত্বেও আমরা অনেকেই ভুল করে থাকি। এধরণের ভুলের হাত থেকে রক্ষা পেতে কিনতে পারেন Ann Baker এর লেখা “Ship or Sheep: An Intermediate Pronunciation Course”। এধরণের সমোচ্চারিত শব্দের উপর জোড় প্রদাণ করে লেখা বইটিতে প্রতিটি জোড় শব্দকে পার্থক্য উল্লেখ করে বিশ্লেষণ করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষনীও এবং নিয়মানুগ অনুশীলনী। এর কারণে বইটি ক্লাসরুমে যেমন ব্যবহার্য তেমনি শিক্ষার্থীরা নিজেরাই বাসায় বসে চর্চা করতে পারবে। উচ্চারণভীতি দূর করতে এখনই বইটি অর্ডার করতে ফোন করুন ০১৭৫৬ ৯৯ ৭৭ ৩৩ নাম্বারে অথবা অনলাইনে অর্ডার করুন shilalipy/ship-or-sheep-an-intermediate-pronunciation-course.html লিঙ্ক থেকে।
Posted on: Sun, 18 May 2014 17:20:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015