THIS IS A TRIBUTE POST. ২০০৬ সালের ১৭ - TopicsExpress



          

THIS IS A TRIBUTE POST. ২০০৬ সালের ১৭ নভেম্বর বিশ্ব ফুটবলাকাশ থেকে খসে পড়ল একটি তারা .সকল মায়া ছিন্ন করে তিনি চির বিদায় নিলেন .কিন্তু রেখে গেলেন সাফল্যেময় সোনালি ইতিহাস .এতখন যার কথা বলছিলাম তিনি রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যত্ম সেরা খেলোয়াড় পুসকাস .১৯২৭ সালে বুদাপেস্ট এ জন্ম নেন তিনি .১৬ বছর বয়সে খেলোয়ারি জিবন শুরু হয়েছিল .তার প্রথম ক্লাব কিসপেট .১৯৪৫ সালে জাতীয় দলে অভিষেক হয় তার .পুসকাস কিংবদন্তীর ফুটবলার .দুনিয়া আলো করা একটি নাম .বিশ্ব ফুটবলে ধারাবাহিক সাফল্য প্রদর্শন করে গেছেন তাদের মধ্যে পুসকাস অন্যতম .অনেকে স্টার থেকে সুপারস্টার হয়েছেন এদের মধ্যে কিংবদন্তী হয়েছেন কয়েকজন তাদের মধ্যে পুসকাস অন্যতম .maradona না পেলে কে সর্বকালের সেরা এই প্রশ্নে আরেকটি নাম টেনে আনা যায় .তিনি পুসকাস .১৯৫৪ সালের বিশ্বকাপ এ তার পার্ফরমেন্স ছিল নজরকাড়া .ফাইনালে যদি তাকে ইনজুরি না করা হত এবং ভাগ্য যদি ভালো হত তবে হয়তো ইতিহাস আজ অন্যভাবে লেখা হত .তার দুর্দান্ত পার্ফরমেন্স 1954 সালের বিশ্বকাপের প্রথম পর্বে জার্মানি কে ৮-৩ গোলে পরাজিত করে .তার টিমমেট ককসিস বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলছিলেন .পুসকাসের বয়স যখন ৩১ তিনি রিয়ালে যোগ দেন .রিয়াল আজ বিশ্বের সেরা ক্লাব এর পেছনে পুসকাসের অবদান অসামান্য .জেন্তো .স্টেফানো এর সাথে জুটি বেধে রিয়াল কে করে তুলেন অপরাজেয় .১৯৫৮-১৯৬৭ এই কয়েক বছর রিয়ালের হয়ে ৫২৮. টি খেলা .অবাক করার মত গোল করেছেন ৫১২টি .তার এই অবদানের জন্য পেরেজ বলেন দেশ ও দেশের বাইরে আমাদের সব জয় বিশেষ করে ইউরোপিয়ান কাপের সাথে তার নাম চিরকাল থাকবে .পুসকাস রিয়ালের হয়ে ৪বার সেরা গোলদাতা হন .তিনি ছিলেন বা পায়ের খেলোয়াড় .তাকে ডাকা হত ছোট কামান .এবং galoping mejor .জাতীয় দলের হয়ে তিনি ৮৪ খেলায় ৮৩ গোল করেন . legend never die they always always alive in our heart & mind. আমার সল্প জ্ঞানে লিখলাম .ভুল হলে বা থাকলে মাফ করে দিয়েন .
Posted on: Sun, 17 Aug 2014 15:59:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015