The eyes are the mirror of the soul and reflect everything that - TopicsExpress



          

The eyes are the mirror of the soul and reflect everything that seems to be hidden; and like a mirror, they also reflect the person looking into them.......Paulo Coelho চোখের ভাষাকে আমাদের মনের অনুভূতির সত্যিকারের প্রকাশ হিসাবে ধরা হয়। মুখে কথা বলা যায়, হাতে ইশারা করা যায়, কিন্তু চোখের ভাষা একটু অন্যরকম। এটা স্বতঃস্ফূর্ত, মনের দর্পণ। অন্য সব অনুভূতি লুকানো যায়, অভিনয় করা যায়, কিন্তু চোখের অনুভূতিকে লুকানো দুঃসাধ্য, অনেক ক্ষেত্রেই অসম্ভব। কদিন আগে এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। বিষয় বস্তু ছিল আমাদের মুখ ও মুখোশ। বন্ধু টি বলছিল , কখনো কখনো আমরা সম্পূর্ণ মুখোশ খুলে বসতে ভালোবাসি। কারো কারো কাছে কিছুই যেন লুকোনোর দরকার থাকে না। কলেজে যখন personality development এর ক্লাস নি তখন বাচ্চাদের শেখাই corporate world সবসময় একটা করে মুখোশ পরে ঘুরবি। একটা আত্মবিশ্বাসের হাসি ঝুলিয়ে রাখা তো অবশ্য কর্তব্য। এই অভিনয় টা আজকাল যেন বড্ড বেশি চারিদিকে চোখে পড়ে। মুখোশ এঁটে ঘুরতে ঘুরতে আমরা নিজেদের স্বাভাবিক স্বত্বা কে হারিয়ে ফেলছি। আচ্ছা, আমরা কিন্তু শুধুমাত্র কর্মজগত এ নয় বরং আজকাল বাড়িতে, এমনকি ট্রামে বাসেও মুখোশ পরা মানুষ ই বেশি দেখি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নিরুপায়। হয়ত ইচ্ছে করে নয় বা অজান্তেই পরে থাকি এ মুখোশ। কিন্তু চোখ??? সে কিন্তু অন্য কথা বলে। বরং সব না বলা কথাগুলো বলে দেয়। যত চেষ্টাই করো না কেন তোমার চোখের দিকে তাকালেই সব জারিজুরি শেষ। সেই যে গোপন কথাটি রবে না গোপনে। শঠতা নীচতা অপমান সব যেন এক লহমায় বুঝে ফেলা যায় সামনের লোকটার চোখের দিকে তাকালে। বন্ধু টি আরো বলছিল , শিল্পী বা স্রষ্টা যদি মনের দিক থেকে সৎ না হন তবে কোনোদিনও তিনি যথার্থতা পাবেন না। এটাও কিন্তু একশ ভাগ খাঁটি কথা। এই প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ে গেল, কুমীরের কান্না। সহানুভূতি আদায় করার জন্য অতি ধারালো অস্ত্র। শুনেছি মানুষ ই নাকি একমাত্র কাঁদতে পারে, যদিও হাতি আর গরিলাও নাকি কান্নাকাটিতে বেশ পারঙ্গম। এট্টু জ্ঞান দি? Eye Contact *************** For making contact and communicating with a person, effective eye contact is essential to our every day interaction with people, and also to those who want to be effective communicators in the public arena Persistent eye contact ************************* Look, Dont Stare. Over-powering eye contact can make the recipient uncomfortable. Generally in Western societies and most other cultures, eye contact with a person is expected to be regular but not overly persistent, as constant eye contact is often considered to be an attempt at intimidation, causing the person whos the object of a persons gaze to feel overly studied and uncomfortable. Overly persistent eye contact is also a sign of a persons over-awareness of the messages they are emmiting. In the case of a person who is try to deceive someone, they may distort their eye contact so that theyre not avoiding it - a widely recognised indicator of lying. আসলে সামনের জন যদি মিথ্যে কথা বলে তবে সে কিন্তু কিছুতেই তোমার চোখের দিকে তাকাবে না। তুমি যদি নিজে সেই অন্তর্ভেদী দৃষ্টি র অধিকারী হও তবে আর যাই হোক কখনোই ঠকতে হবে না কারো কাছে , একবার তাকিয়ে ই পড়ে ফেলতে পারবে সব কিছু।
Posted on: Sun, 23 Nov 2014 07:10:37 +0000

Trending Topics



gin-left:0px; min-height:30px;"> July 2014 Kingdom Newsletters are now available to all current
Tìm xem mình ở đâu nào 1/ Bích Babol : 3098 2/ Tưởng
Boat Covers Custom Boat Cover, Fits Multiple Boat Models, Beige

Recently Viewed Topics




© 2015