We Have Humanity একটু খারাপ ভিডিও - TopicsExpress



          

We Have Humanity একটু খারাপ ভিডিও কোয়ালিটির কারনে অনেকের বুঝতে কস্ট হতে পারে তাই হালকা ডিটেইলস লিখে দিচ্ছি। প্রথম ভিডিওতে চায়নায় এক দুই বছরের বাচ্চা মেয়ে রোড এক্সিডেন্ট করে। তার উপর দিয়ে আরো একটা গাড়ি যায়, পাশ দিয়ে হেটে অনেক মানুষ যায় তাও তাকে উদ্ধার করার মত কেউ ছিলো না!! (সিসি ক্যামেরায় ধারন করা রিয়েল ভিডিও) পরের ভিডিওটা ইন্ডিয়ায়। যদিও সেটা পুরোটাই ছিলো অভিনয় জাস্ট তাদের মনবতা বোধ কতটুকু তা বুঝার জন্য। একজন মানুষ মারা যাচ্ছে, সবার কাছে একটু হেল্প চাচ্ছে। সবাই গোল হয়ে দাড়ায়া দাড়ায়া তামাশা দেখতেছিলো কিন্তু হেল্প করার মত কেউ ছিলো না!! এবার লাস্ট ভিডিওর প্রথম পার্টে। এটা বাংলাদেশে, ইন্ডিয়ার মত সেইম একটা অভিনয় ছিলো। একজন লোক হঠাৎ রাস্তায় অসুস্থবোধ করে। আশে পাশের মানুষের কাছে হেল্প চায় এবং সাথে সাথেই রাস্তার লোকজন তার হেল্পের জন্য আসে। সেকেন্ড পার্টে ইচ্ছাকৃত ভাবে রাস্তায় গ্যাঞ্জাম লাগানো হয়। তিন জন মিলে এক জনকে পিটানো শুরু করে। ভিকটিম সবার কাছে হেল্প চায় এবং কিছুক্ষনের মধ্যেই আশে পাশের মানুষজন আসে তাকে বাঁচানোর জন্য। পরে এটা যে একটা এক্সপেরিমেন্টাল টিভি প্রগ্রাম ছিলো তা সবাইকে বলার পরো একজন বয়স্কা মহিলা সাডেন্টলি এসে ভিকটিম কে হাগ করে+ কেঁদে দেয় & She was really happy to know that he was alright.... কি বুঝলেন??? ইহাই বাংলাদেশ। হাজার খারাপের মাঝেও এইখানে এমন কিছু ভালো জিনিস আছে যা দুনিয়াতে কাগজে কলমে এভেলেভেল হইলেও প্রেকটিক্যালি রেয়ার (বিঃদ্রঃ বিশ্বজিৎ বা ঐ টাইপের কোন ঘটনার সাথে মিলাইতে যাইয়েন না। সে ধরনের ঘটনা ঘটলে অস্ত্রে মুখে শুধু মাত্র আঈন শৃঙ্খলা বাহিনী ছাড়া কেউই সামনে আগায় না সেটা যে দেশের মানুষই হোক। এখানে ভিডিওতে জাস্ট কম্পেয়ার করা হইছে রাস্তাঘাটে সাধারন মানুষজন কোন আপন বিপদে পড়লে হেল্পার জন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষ কতটা একটিভ ) ভিডিও কার্টেসীঃ Digital Professor
Posted on: Sun, 30 Nov 2014 09:36:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015