What a Heart-touching Song... Song-Parbo Na Ami Chare - TopicsExpress



          

What a Heart-touching Song... Song-Parbo Na Ami Chare Toke Singer-Arijit Singh Movie-Borbad ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাতধরে ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে এলোমেলো মনটাকে কি করে খেয়াল রাখে কেন আমি এত করে তোকে চাই পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা রাজি একবার.. ভাল্লাগে চাইলে তুই আড়চোখে চাইছি তোর ওই দুচোখ আর তোকে ভাল্লাগে চাইলে তুই আড়চোখে চাইছি তোর ওই দুচোখ আর তোকে এলোমেলো দিস্‌ করেসারাটা দুপুর ধরে বসে বসে বুনে চলি কল্পনা পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা রাজি একবার.. ডেকে দিয়ে যদি তুই চলে যাস কি কারণে বল এত কিছু চাস আমিও কি চেয়ে বসি তোর কাছে সাদাসিধে মনে করে কি এখন কি কারণে বল এত উচাটন আমিও কি পেয়ে বসি তোর কাছে কথা চিনুক কথার রকম আমায় ডাকুক পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা রাজি একবার.
Posted on: Sat, 26 Jul 2014 09:13:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015