Written by Méghlä Méýè বারান্দায় - TopicsExpress



          

Written by Méghlä Méýè বারান্দায় গ্রিল ধরে বসে আছি অনেকটা সময় ধরে । চারদিকে কেমন অন্ধকার হয়ে আসছে । মাঝে মাঝে আলোর ঝলকানিতে চারদিক আলোকিত হয়ে যাচ্ছে । আকাশে মেঘেরা আপন মনে খেলা করছে। কেমন এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে । বাহিরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি কখন বৃষ্টির আগমন ঘটবে । যদিও বৃষ্টি দেখতে আমার ভাল লাগে নাহ। বা বৃষ্টির সৌন্দর্য দেখার মত চোখ হয়ত আমার হয়ে উঠে নি। কত বড় বড় কবিরা এই বৃষ্টি নিয়ে তাদের লেখা লিখে গেছে। কিন্তু তবুও কেন জানি আজ বৃষ্টি আসার অপেক্ষায় বসে আছি। হঠাৎ করে আমার সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টি চলে আসল । আমি কিছুসময় বাহিরে তাকিয়ে দেখছিলাম অঝোর ধারায় বৃষ্টি পড়ার ছন্দ । নিজেকে আর আটকে রাখতে পারলাম না। দৌড়ে বাসা থেকে বাহিরে বের হয়ে আসলাম। বৃষ্টির শব্দ আর আমার পায়ের নূপুরের শব্দ যেন মিলেমিশে একাকা্র হয়ে গেছে। আমি দু হাত দু দিকে ছড়িয়ে বৃষ্টিস্নান করছি। মনে হচ্ছে কত দিন যেন এ রকম একটা স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম। বৃষ্টির জলে যেন আমার সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে আবার নতুন করে নিজেকে আবিষ্কার করছি।
Posted on: Mon, 16 Sep 2013 01:00:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015