.........................banglalink free net - TopicsExpress



          

.........................banglalink free net ........................... settings > >> net profile > Name = TipsTune Apn= blweb Proxy= 80.239.242.241 Port= 80 নিচের স্ক্রিনশট দেখুন = = > আর কোন কিছু লিখবেন না । এটাকে ডিফল্ট কনফিগারেশন হিসেবে সিলেক্ট করুন । এবার ঘ্যাচাং করে ওপেরা মিনি লেটেস্ট ভার্শনের Handler টা ডাউনলোড করে নিন । তবে যে কোন ওপেরা Handler এ কাজ হবে । Opera.Mini.753.hui.Anik(TipsTune).apk ডাউনলোড শেষ হলে সেটআপ দিয়ে ফেলুন । এটা ওপেন করলে Child Lock নামের একটা কোড চাইবে । ওখানে দিন - nextwap.net এরপর ওকে প্রেস করলে একটা Handler মেনু ওপেন হবে । নিচের দিকে Remove Port এ টিক মেরে দিন । Proxy Type সিলেক্ট করুন HTTP । নিচে Proxy Server এ লিখুন – wap.banglalinkgsm কাজ শেষ । Save এ ক্লিক করুন । বারবার Handler মেনু দেখতে না চাইলে Show On Start এর টিক টা তুলে দিন । কাজ শেষ । এবার ওপেরা মিনি সেট আপ নেবে ।সেট আপ শেষ হলে ওপেরার settings - Advanced - Protocol - HTTP করে দিন। ব্যস, ব্রাউজার রেডি । আপনি সরাসরি কোন সাইট ভিজিট করতে পারবেন । এর আগের পোস্টে শুধু ব্রাউজিং হত , আর এটাতে ডাউনলোডও হবে, তাও কোন রকমের ডিসকানেক্ট ছাড়া ।
Posted on: Tue, 15 Oct 2013 04:03:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015