group-admin দের প্রতি, গ্রুপের - TopicsExpress



          

group-admin দের প্রতি, গ্রুপের post privacy আরও মুক্ত হওয়া প্রয়োজন। আমরা কষ্ট করে পোষ্ট দেবো আর প্রুপ প্রধানের লোখাটি ভালো না লাগলে তিনি তা approve করবেন না , এটা তো সম্পূর্ণ অন্যায়। কারও ব্যাক্তিগত রূচিতে গ্রুপ চলেনা বা চলতে পারে না। গ্রুপের নিরাপত্তার জন্য সদস্য নেওয়ার ক্ষেত্রে কঠরতা অবলম্বন করলেও সদস্যদের post publish এর ক্ষেত্রে admin এর approve করার পদ্ধতি না রাখাই ভালো।আবার দেখা যাচ্ছে কেউ কেউ গ্রুপ করছেন এবং তা প্রথমে তা open থাকছে । কিছুদিন পর close হচ্ছে । এরপর admin এর ব্যাক্তিগত কারনে সে গ্রুপ secret হচ্ছে।এ ভাবে শুধু শুধু group করবার এবং দৌড়-ঝাপ-request এর মাধ্যমে সদস্য জোগাড় করবার কোন মানে হয় না।এ কথাটা চলতি সব group-admin দের জন্যও প্রজয্য। বরং এভাবে গ্রুপ করলে আপনার অজান্তেই আপনার ভিতর নিযেকে জাহির করবার একটা ইচ্ছা জাগবে যা আমাদের সমাজকে অরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র করে দেবে। আমাদের অনুরোধ, দয়াকরে নিযের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থান বিচার করেই ফেসবুকে আসুন। নিযের সার্বিক সামর্থের কখা চিন্তা করেই গঠন মূলক ও অর্থবহ post দিন যাতে অন্য সদস্যদেরও মনোবল ফিরে আসে। আমরা মুক্ত শুদ্ধ চিন্তায় বিশ্বাসী।
Posted on: Fri, 24 Jan 2014 06:41:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015