s.s.m!!!!! পিলখানায় নিহত সেনা - TopicsExpress



          

s.s.m!!!!! পিলখানায় নিহত সেনা কর্মকর্ত সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত (০১-৩ ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারী বিডিআর বিদ্রোহে আমরা হারিয়েছি বাংলাদেশ সেনা মেধাবী ও চৌকশ ৫৭ জন সেনা কর্মকর্তা। মুক্তিযুদ্ধের নয় মাসেও এত সামরিক কর্মক দেন নাই। একটি সামরিক বিদ্রোহে কখনো ম্যাসাকার ঘটে না। অত্যন্ত কষ্টের বিষয় ঘটনার মাত্র চার বছরেই আমরা আমাদের এই বীর শহীদদের ভুলে যেতে বসেছি। আজ ইন্টারনেট দিয়ে শহীদদের পূর্নাঙ্গ তালিকাটা পর্যন্ত পাওয়া মুশকিল হয়ে গিয়েছিলো। অবশেষে শ মো. মজিবুল হক স্মৃতি পরিষদের ওয়েব সা তালিকা ও জীবন বৃত্তান্ত মিললো, তাও আব ফরমেটে। সেখান থেকে নাম, ছবি ও জীবন বৃ নিয়ে এই নোট প্রকাশ করলাম। প্রথম নোট হতে ৩০ পর্যন্ত এবং দ্বিতীয় নোটে থাকছে তম শহীদের জীবন বৃত্তান্ত। ০১/ শহীদ মেজর জেনা আহমেদ, এনডিসি, পিএসসি ১৯৫৬ সালের ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন এব সালের ৩০ নভেম্বর আর্টিলারি রেজিমেন্টে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি ১, ২, ৩, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি; আর্টিলারি অ্যান্ড স্কুল, ৯ আর্টিলারি ব্রিগেড, ডিফে সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও স বাহিনী বিভাগে বিভিন্ন নিযুক্তিতে দায়ি করেন। এ ছাড়া তিনি বিডিআরে সেক্টর কম (রংপুর), ৬৬ আর্টিলারি ব্রিগেডে কমান্ডার সেনাবাহিনী সদর দপ্তরে সামরিক সচিব ও ৬৬ ডিভিশনে জেনারেল অফিসার কমান্ডিং হিস পালন করেন। তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা পদে ছিলেন। সবশেষে তিনি বিডিআরের মহাপর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্ত্ হোসেন শাকিল পিলখানা হত্যাকাণ্ডে শহীদ তিনি কন্যা আকীলা রাইদা আহমেদ ও পুত্র আহমেদকে রেখে গেছেন। ০২/ শহীদ ব্রিগেডি মো. জাকির হোসেন ১৯৫৩ সালের ৩০ জুন র জন্মগ্রহণ করেন এবং ১৯৮১ সালের ২৩ জুন মেডিক্যাল কোরে কমিশন লাভ করেন। তাঁর জ্যেষ্ঠতার জুন ১৯৭৮, চাকরি জীবনে তিনি রংপুর সম্ সামরিক হাসপাতাল ১০, ১৮, ২১ ও ৩১ ফিল্ অ্যাম্বুলেন্স; ১ ইস্ট বেঙ্গল, রংপুর ক্যাডেট আর্মড ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউট, ২ ডিভিশন, সেনা সদর সামরিক সচিবের শাখা, মোমেনশাহী সম্মিলিত সামরিক হাসপাতাল, পদাতিক ডিভিশন ও বাংলাদেশ বিমানবাহিনীতে বিভিন্ন পদে দায়িত্ব পা তিনি মোজাম্বিকে জাতিসংঘ মিশন এবং রু জাতিসংঘ সহায়তা মিশনে দায়িত্ব পালন ক সবশেষে তিনি বিডিআর সদর দপ্তরে পরিচ মেডিক্যাল সার্ভিস (ডিএমএস) পদে দায়িত্ করছিলেন। তাঁর স্ত্রী ডা. সাইদা সুলতানা, কন্যা সাদিয়া হোসেন ও সামিয়া হোসেন এব সাকিব আবরার। ০৩/ শহীদ ব্রিগেডি মোহাম্মদ আব্দুল বারী , এনডিসি, পিএসসি সালের ১৩ জুন খুলনা জেলায় জন্মগ্রহণ করে সালের ২৩ ডিসেম্বর পদাতিক রেজিমেন্টে ক করেন। চাকরি জীবনে তিনি ৮ ও ৯ ইস্ট ব ১০ বীর, আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেন স্পোর্টস, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্ সেনা সদর সামরিক প্রশিক্ষণ ও স্টাফ ডিউ পরিদপ্তর এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ ট্যাকটিক্সে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব এ ছাড়া তিনি ৫৫ পদাতিক ডিভিশনে কর্নে ৯৮ কম্পোজিট ব্রিগেডে কমান্ডার হিসেবেও পালন করেন। তিনি জাতিসংঘ ইরাক-কুয়েত মিশন ও সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশনে অংশগ্রহণ করেন। সবশেষে তিনি বিডিআরে উপ-মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্ত্রী ফারহানা বারী এবং দুই পুত্র সুদীপ্ত বারী সৌরভ বারী। ০৪/ শহীদ কর্নেল মো. হক ১৯৫৭ সালের ৩ এপ্রিল বরিশাল জেলায় করেন এবং ১৯৭৬ সালের ৩০ নভেম্বর ইঞ্জি কোরে কমিশন লাভ করেন। চাকরি জীবনে ত ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ১৬ ইঞ্জিনিয় কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, ৫ রিভারাইন ইঞ্ ব্যাটালিয়ন, এসএমআই, ফিল্ড ইন্টেলিজেন্ বিডিআরে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পা ছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদ জেনারেল স্টাফ ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (কনস্যুলার) হিসেবে দা করেন। তিনি জর্জিয়ায় জাতিসংঘ পর্যবেক্ দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি বিডি কমান্ডার (ঢাকা) হিসেবে নিয়োজিত ছিলেন তিনি স্ত্রী নেহরীন ফেরদৌসী, দুই পুত্র হক ও মো. নাদীত হক এবং কন্যা তেহ্রীম মুজিবকে রেখে গেছেন। ০৫/ শহীদ কর্নেল মো. জামান , এনডিসি ১৯৫৯ সালের ১৬ আগস্ট রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭ ডিসেম্বর পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ চাকরি জীবনে তিনি ১৭ ও ৩২ ইস্ট বেঙ্গল, বীর, দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার মিলিটারি একাডেমি, বিডিআর ও ১০৫ পদা ব্রিগেডে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পাল ছাড়া তিনি সেনাবাহিনী প্রধানের সচিবালয়ে সেনাবাহিনী প্রধানের একান্ত স বিডিআরে সেক্টর কমান্ডার পদেও দায়িত্ব সবশেষে তিনি বিডিআরে পরিচালক (অপারে ট্রেনিং) পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি জাতিসংঘ ইরাক কুয়েত পর্যবেক্ষণ ম লাইবেরিয়ায় জাতিসংঘ মিশন এ-ও অংশগ্র তাঁর স্ত্রী নাজমা জামান, দুই কন্যা ফারিহা জামান ও সামিহা মেহরিন জামান এবং পুত্র মো আহনাফউজ জামান। ০৬/ শহীদ কর্নেল মো মসীউর রহমান, পিএসসি ১৯৬৩ সালের ১ জানুয়ারি খুলনা জেলায় জন্মগ্রহণ করেন এব সালের ৫ নভেম্বর সিগন্যাল কোরে কমিশন চাকরি জীবনে তিনি ১, ৩, ৫ ও ৭ সিগন্যা ব্যাটালিয়ন, এসটিসিঅ্যান্ডএস, ১০২ স্বত ব্রিগেড সিগন্যাল কম্পানি, স্ট্যাটিক সি কম্পানি ও সেনা সদর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব প তিনি রুয়ান্ডায় জাতিসংঘ সহায়তা মিশন ও তিমুরে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সহায়তা মিশনে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি বিডিআর সদর দপ্তরে পরিচ (যোগাযোগ) পদে দায়িত্ব পালন করছিলেন। স্ত্রী জুবাইদা রহমান এবং দুই পুত্র জুবায়ের মো. আশেকুর রহমান। ০৭/ শহীদ কর্নেল কুদ ইলাহী রহমান শফিক, এনডিসি, পিএসসি সালের ১ নভেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ এবং ১৯৮৩ সালের ১০ জুন পদাতিক রেজিমে লাভ করেন। চাকরি জীবনে তিনি ১, ৩, ১০ ইস্ট বেঙ্গল (৮ বীর), এসআইঅ্যান্ডটি, ৬৯ পদাতিক ব্রিগেড ও এমআইএসটিতে বিভিন্ন নিযুক্ত পালন করেন। তিনি বসনিয়া ও সুদানে জাত মিশনে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি বিডিআরের সেক্টর কমান্ডার পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্ত্রী লবী রহমান ও একমাত্র পুত্র রহমানকে রেখে গেছেন। ০৮/ শহীদ কর্নেল মো আখতার হোসেন, পিএসসি, জি+ ১৯৬৩ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮৩ স আর্টিলারি রেজিমেন্টে কমিশন লাভ করেন চাকরি জীবনে তিনি ১ ও ৯ ফিল্ড রেজিমে আর্টিলারি, ২৯ ডিভ লোকেটিং ব্যাটারি আ এসআইঅ্যান্ডটি, বিএমএ, ৩৩ আর্টিলারি ব্ পদাতিক ডিভিশন, ২১ ও ৩৮ এডি রেজিমে আর্টিলারি, ৫৬ স্বতন্ত্র মিডিয়াম এডি ব্যাটারি আর্টিলারি ও সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন নিযুক্তিতে দায়ি করেন। তিনি রুয়ান্ডায় জাতিসংঘ সহায়তা মিশনে পর্যবেক্ষক এবং লাইবেরিয়া মিশনে চিফ অপারেশন অফিসার হিসেবেও দা করেন। সবশেষে তিনি বিডিআরের সেক্টর ক (চট্টগ্রাম) হিসেবে দায়িত্ব পালন করছিলে স্ত্রী হোসনে আরা বেগম (রীমা) এবং তিন ইমতিয়াজ হোসেন ফারাবী, মো. ফয়সাল হোস মো. আন্দালীব হোসেন ফারদিন। ০৯/ শহীদ কর্নেল মো. কবীর , এএফডবি্লউসি, পিএসসি ১৯৬৩ সা ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে জন্মগ্রহ এবং ১৯৮৩ সালের ১০ জুন আর্মি সার্ভিস কোরে কমিশন লাভ করেন। চাকরি জীবনে ত ৩৫ ও ৩৬ এসটিক ব্যাটালিয়ন; এসএসডি ব এসএসডি রংপুর, আর্মি সার্ভিস কোর সেন্ট স্কুল ও সেনা সদর এমএস শাখায় বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিডিআরে সেক্টর কমান্ডার (দি পদেও দায়িত্ব পালন করেন। তিনি মোজাম্বিকে জাতিসংঘ মিশনে কম্ব্য সাপ্লাই প্লাটুন কমান্ডার এবং সিয়েরা লিও সহায়তা মিশনে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি বিডিআর সদর দপ্তরে পরিচ (প্রশাসন) হিসেবে নিয়োজিত ছিলেন। তাঁর স্ত্রী সাইদা সুলতানা। তিনি পুত্র মো. ফা এবং দুই কন্যা রাইসা কবীর ও রামিজা কবী ১০/ শহীদ কর্নেল না আহমেদ, পিএসসি ১৯৬১ সালের ৫ জানুয়ারি ভোলা জেলায় জন্মগ্রহণ করেন এব সালের ১০ জুন আর্মর্ড কোরে কমিশন লাভ চাকরি জীবনে তিনি বেঙ্গল ক্যাভ্যালরি, ক্যাভ্যালরি, ৭ হর্স, পিজিআর, সেনা সদর এমটি পরিদপ্তর, ২ রাইফেল ব্যাটালিয়ন ও সিকিউরিটি ফোর্সে বিভিন্ন নিযুক্তিতে পালন করেন। তিনি বিডিআরের সেক্টর উপ পদেও কর্মরত ছিলেন। তিনি সাবেক যুগোস্ লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে দায়িত্ব পাল সবশেষে তিনি রাইফেলস ট্রেনিং সেন্টার অ্ স্কুলে কমান্ড্যান্ট পদে নিয়োজিত ছিলেন। তিনি স্ত্রী মুন্নী চৌধুরী ও একমাত্র পুত্ আহমেদ উসামাকে রেখে গেছেন। ১১/ শহীদ কর্নেল কা হক, পিএসসি ১৯৬২ সালের ৭ ডিসেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮ জুন পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন চাকরি জীবনে তিনি ১১ ও ১৮ ইস্ট বেঙ্গল, পদাতিক ডিভিশন, এসআইঅ্যান্ডটি, ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন ও সেনা সদর বা পরিদপ্তরে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব প এ ছাড়া তিনি র্যাব-৭-এ অধিনায়ক, ১১ প ডিভিশনে কর্নেল স্টাফ ও ৭৭ পদাতিক ব্রিগেডে ভারপ্রাপ্ত কমান্ডার পদে দায়িত্ব পালন করেন। তিনি মোজাম্বিকে জাতিসংঘ মিশন পর্যবেক্ষক, লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে স্টাফ অফিসার পদেও দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি বিডিআরের সেক্টর কমান্ডার পদে নিয়োজিত ছিলেন। তাঁর স্ত্রী নাজনী সুইটি এবং দুই পুত্র কাজী উমান এমদাদ ও কাজী তাওসীফ এমদাদ। ১২/ শহীদ কর্নেল বি হোসেন, পিএসসি ১৯৬১ সালের ১০ আগস্ট জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮৩ সালের পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি ৯, ১৯, ২৭ ও ৪০ ইস্ ও ৯ বীর, এসআইঅ্যান্ডটি, ৬৬ পদাতিক ড সদর দপ্তর লগ এরিয়ায় বিভিন্ন নিযুক্তি পালন করেন। এ ছাড়া তিনি বিডিআরে সেক্ এবং ডিজিএফআইয়ে কর্নেল জিএস পদেও দা করেন। তিনি জাতিসংঘ ইরাক কুয়েত পর্যবে এবং লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে দায়িত্ করেন। সবশেষে তিনি বিডিআরের সেক্টর ক (ময়মনসিংহ) পদে নিয়োজিত ছিলেন। তাঁর স্ত্রী নিসরাত জাহিদ। তাঁদের দুই পুত্র বি শাহরিয়ার ও বিএম রুবাইয়াত শাহরিয়ার। ১৩/ শহীদ কর্নেল সা আরেফিন আহাম্মেদ , পিএসসি ১৯৬২ সালের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮৩ সা ডিসেম্বর পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ চাকরি জীবনে তিনি ৬, ২০, ৩২ ও ৩৭ ইস্ ২৮ বীর, ৬৫ পদাতিক ব্রিগেড, এফআইইউ, পদাতিক ডিভিশন এবং সেনা সদর এমআই পরিদপ্তরে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব প এ ছাড়া তিনি এরিয়া সদর দপ্তর কুমিল্লার অ্যাডমিন পদেও দায়িত্ব পালন করেন। তিন জাতিসংঘ সহায়তা মিশন এবং লাইবেরিয়ায় মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ করেন। সবশেষে তিনি বিডিআরের সেক্টর ক (কুষ্টিয়া) পদে নিয়োজিত ছিলেন। তিনি স্ত্রী হাসিনা মমতাজ এবং দুই কন্যা আসিমা ইসরাত ও রামিসা ফারিহাকে ১৪/ শহীদ কর্নেল মো. রহমান, পিএসসি ১৯৬৩ সালের ৬ সেপ্টেম্ব খুলনা জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮৩ স ডিসেম্বর পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ চাকরি জীবনে তিনি ২, ১৪, ৩০, ৩২ ও ৪২ বেঙ্গল, ২১ বীর, ২৪ পদাতিক ডিভিশন, এসআইঅ্যান্ডটি, বিআরইউ যশোর ও ৫৫ পদা ডিভিশনে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পা তিনি মোজাম্বিকে জাতিসংঘ মিশন এবং জ জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনে সামরিক পর্য হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি বিডিআরে সেক্টর কমান্ডার (কুমিল্লা পদে দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্ত্রী রহমান, পুত্র নাবিল ইবনে নাকিব ও কন্যা বিনতে নাকিব। ১৫/ শহীদ কর্নেল কাজী মোয়াজ্জেম হোসেন , পিএসসি ১৯৬০ ডিসেম্বর কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন সালের ২৩ ডিসেম্বর সিগন্যালস কোরে কমি করেন। চাকরি জীবনে তিনি ১, ২, ৩ ও ১০ ব্যাটালিয়ন; এসটিসিএস, আর্মি সিগন্যাল ডিজিএফআই ও সেনা সদর পিএস পরিদপ্তর এবং বিডিআরের ৩৭ রাইফেল ব্যাটালিয়নে ব নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি রু জাতিসংঘ সহায়তা মিশনে সামরিক পর্যবেক্ এবং কঙ্গোতে জাতিসংঘ মিশনে অধিনায়ক, ব্যানএমপি-১ হিসেবে দায়িত্ব পালন করেন সবশেষে তিনি বিডিআরের সেক্টর কমান্ডার (রাঙ্গামাটি) পদে নিয়োজিত ছিলেন। তাঁর স্ত্রী বদরুন্নেছা খানম। তিনি দুই পুত্র কা আসাফ ও কাজী সাদির আসাফের জনক। ১৬/ শহীদ কর্নেল গুল আহমেদ, পিএসসি ১৯৬৪ সালের ২১ মার্চ কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮ ডিসেম্বর পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ চাকরি জীবনে তিনি ২, ৮, ৩৪, ৪৪ ইস্ট ব বীর), ৬৬ পদাতিক ডিভিশন, বিএমএ, এনস একাডেমি ও সেনা সদর এমও পরিদপ্তরে বি নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি র্যাব-৩-এ অধিনায়ক এবং র্যা সদর দপ্তরে পরিচালক (ইন্টেলিজেন্স উইং) হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি কম্বোডিয়ায় অন্তর্বর্তীকালীন সহায়তা মিশনে সামরিক এবং সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মি পালন করেন। সবশেষে তিনি বিডিআরের সে কমান্ডার (সিলেট) পদে দায়িত্ব পালন করেছ স্ত্রী ফাতেমা সুলতানা এবং দুই কন্যা জাহী তাসনিয়া ও লামিয়া সাইয়ারা। ১৭/ শহীদ কর্নেল মো. ইমাম , পিএসসি, জি+ ১৯৬১ সালে ২০ মে চ জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮৪ সালের আর্টিলারি রেজিমেন্টে কমিশন লাভ করেন চাকরি জীবনে তিনি ৫, ২১, ৩৬ ও ৩৮ এড আর্টিলারি, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলা রাইফেল ব্যাটালিয়ন, এসিঅ্যান্ডএস ও সেনা আর্টিলারি পরিদপ্তরে বিভিন্ন নিযুক্তিত পালন করেন। তিনি জর্জিয়ায় জাতিসংঘ প মিশন এবং সুদানে জাতিসংঘ মিশনে দায়িত্ করেন। সবশেষে তিনি বিডিআরের সেক্টর ক (খাগড়াছড়ি) পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্ত্রী নুজহাত আহসান ও একমাত্র কন্যা সুমেরা ফাইজা আজরিনকে রেখে গেছেন। ১৮/ শহীদ কর্নেল মো. ইসলাম, পিএসসি ১৯৬২ সালের ১৫ অক্টোব ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন এব সালের ২১ ডিসেম্বর পদাতিক রেজিমেন্টে ক করেন। চাকরি জীবনে তিনি ৮, ৩৯, ৪৩ (৮ (৯ বীর) ইস্ট বেঙ্গল, বিডিআর, বিএমএ এসআইঅ্যান্ডটি, পিজিআর ও ৬৯ পদাতিক ব্রিগেডে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পাল তিনি তাজিকিস্তানে জাতিসংঘ পর্যবেক্ষক মিশনে পর্যবেক্ষক এবং লাইবেরিয়ায় জাতি মিশনের ফোর্স সদর দপ্তরে ডেপুটি চিফ অ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি বিডিআরের সেক্টর কমান্ডার পদে দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্ত্রী শামীমা আক্তার (লুনা) এবং পুত্র মো. ইসলাম ও কন্যা নৌশিন নাওয়ার নূরজাহান। ১৯/ শহীদ কর্নেল মো. ইসলাম, পিএসসি ১৯৬৪ সালের ১ সেপ্টেম্ব জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮৫ সালের মে আর্মি সার্ভিস কোরে কমিশন লাভ করেন চাকরি জীবনে তিনি ৩২ ও ৩৩ এসটি ব্যা এসএসডি মোমেনশাহী, এসএসডি কুমিল্লা, এএসসিসিঅ্যান্ডএস, আন্তবাহিনী নির্বাচ সেনা সদর এমটি পরিদপ্তর ও প্রতিরক্ষা মহাপরিদপ্তরে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ করেন। তিনি ইরাকে জাতিসংঘ গার্ড কন্ডি এবং সুদানে জাতিসংঘ মিশনে (টঘগওঝ) দায় করেন। সবশেষে তিনি বিডিআরে সেক্টর কম (রংপুর) পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্ত্রী নাসিমা মোশারাফ বন্যা ও এক কন্যা নুদরাত নাওয়ারকে রেখে গেছেন। ২০/ শহীদ লেফটেন্যা এনশাদ ইবন আমিন , জি+ ১৯৫৯ সালের ৩ ম রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭ ডিসেম্বর আর্টিলারি রেজিমেন্টে কমিশন চাকরি জীবনে তিনি ২১, ৩৬ ও ৩৮ এডি র আর্টিলারি, ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলা ডিজিএফআই ও আইএসএসবিতে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি সা যুগোস্লাভিয়া ও আইভরিকোস্টে জাতিসংঘের মিশনে দায়িত্ব পালন করেন। সবশেষে তিন সদর দপ্তরে রাইফেলস সিকিউরিটি ইউনি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন স্ত্রী ডা. রোয়েনা মতিন। তিনি পুত্র এম বিন এনশাদ এবং কন্যা নুজহাত নাহিয়ান এ জনক। ২১/ শহীদ লেফটেন্যা শামসুল আজম, পিএসসি, ইএমই ১৯৬০ সালে জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করে এবং ১৯৮০ সালের ১৫ জুন ইএমই কোরে কম করেন। চাকরি জীবনে তিনি ১৮ ও ১২৭ ফ ওয়ার্কশপ কম্পানি, ৭০৩ মিডিয়াম ওয়ার্ক ও ৩৩ পদাতিক ডিভিশন, ডিফেন্স সার্ভিস অ্যান্ড স্টাফ কলেজ, বাংলাদেশ মেশিন টুলস ৬ রাইফেল ব্যাটালিয়নে দায়িত্ব পালন করে তিনি অপারেশন কুয়েত পুনর্গঠনে দায়িত্ব সবশেষে তিনি বিডিআরের কমান্ডার ইএমই ( পদে দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্ত্রী আক্তার। তিনি তিন পুত্র তারিক বিন আজম জারিফ বিন আজম জিষান ও সুদীপ্ত শাহীন মাশরাফির পিতা। ২২/ শহীদ লেফটেন্যা কাজী রবি রহমান , এনডিসি ১৯৫৬ সালের মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮৪ অক্টোবর আর্মি ডেন্টাল কোরে কমিশন লাভ চাকরি জীবনে তিনি ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স, সিএমএইচ, রংপুর সিএমএইচ, মোমেনশাহী সাভার সিএমএইচ, বগুড়া সিএমএইচ, ঢাকা স কুমিল্লা সিএমএইচ, বাংলাদেশ বিমানবাহি ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউটে বিভিন্ নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি লা জাতিসংঘ মিশনের ব্যানমেড-৩-এ দায়িত্ব সবশেষে তিনি বিডিআর হাসপাতালে পর্যায় বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্ ফৌজিয়া রশিদ। তাঁদের দুই পুত্র কাজী অদ্র রহমান ও কাজী দিপ্র সাদাকাত। ২৩/ শহীদ লেফটেন্যা গোলাম কিবরিয়া মোহাম্মদ নিয়ামতউলাহ, পিএসসি জি ১৯৬৩ সালের ১ জানুয়ারি নার জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালের আর্টিলারি রেজিমেন্টে কমিশন লাভ করেন চাকরি জীবনে তিনি ৭, ৮, ২০ ও ২৭ ফিল্ আর্টিলারি; ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্ট বাংলাদেশ মিলিটারি একাডেমি, ডিফেন্স সা কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ২৪ আর্টিলারি ১৯ পদাতিক ডিভিশন ও আর্টিলারি সেন্টা স্কুলে দায়িত্ব পালন করেন। তিনি জর্জিয়া পর্যবেক্ষণ মিশনে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি বিডিআর সদর দপ্তরে সিনি অফিসার (রেকর্ড উইং, ঢাকা) হিসেবে দায়িত্ করছিলেন। তিনি স্ত্রী শারমিন জাহান শিল্পী এবং দুই কন্যা আফিফা জাহিন সুস্ম নাফিজা জাহিন ইফরীতকে রেখে গেছেন। ২৪/ শহীদ লেফটেন্যা মো. বদরুল হুদা , পদাতিক ১৯৬৩ সালের ১ জানুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করে এবং ১৯৮২ সালের ৫ নভেম্বর পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি ১৩, ১৯, ৪৭, ৫০ ও ৫ বেঙ্গল বিডিআর ও এএসইউয়ে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি মোজাম্বিকে জাতিসংঘ পর্যবেক্ষণ ম (টঘঙগঙত), জাতিসংঘ ইরাক কুয়েত পর্যবেক্ এবং আইভরিকোস্টে জাতিসংঘ মিশনে দায়ি করেন। সবশেষে তিনি বিডিআরের ১৩ রাইফ ব্যাটালিয়নে (ঢাকা) অধিনায়ক হিসেবে দায় করছিলেন। তিনি স্ত্রী নাসিমা বদরুল এব কন্যা সাবরিনা হুদা ও তামান্না হুদাকে রেখে ২৫/ শহীদ লেফটেন্যা এলাহী মন্জুর চৌধুরী , পদাতিক ১৯৬২ সাল ডিসেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন এ সালের ৫ নভেম্বর পদাতিক রেজিমেন্টে কমি করেন। চাকরি জীবনে তিনি ৮, ৯, ২৩, ৩০ বেঙ্গল এবং আর্মি এমপি ইউনিটে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি কু আইভরিকোস্ট ও লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন সবশেষে তিনি বিডিআর সদর দপ্তরে এএজি হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি স্ত্রী তানি্ন ইয়াফতা চৌধুরী, দুই জুমানা মন্জুর ও ফারাহ মন্জুর এবং পুত্র ফা মনজুরকে রেখে গেছেন। ২৬/ শহীদ লেফটেন্যা মো. এনায়েতুল হক , পিএসসি, আর্টিলারি ১ ১৪ জুন ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন এবং ১ ৫ নভেম্বর আর্টিলারি রেজিমেন্টে কমিশন চাকরি জীবনে তিনি ২১, ২৫, ৩৩, ৩৮ ও ৫ এডি রেজিমেন্ট আর্টিলারি, ৫৭ স্বতন্ত্র ব্যাটারি আর্টিলারি, এসিঅ্যান্ডএস, ৬ স্ব এডিএ ব্রিগেড ৩০৯ পদাতিক ব্রিগেড ও ১ ডিভিশনে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পা তিনি তাজিকিস্তানে জাতিসংঘ পর্যবেক্ষক মিশনে সামরিক পর্যবেক্ষক এবং আইভরিকোস্টে জাতিসংঘ মিশনে (দায়ি করেন। সবশেষে তিনি বিডিআরের ৩৬ রাইফ ব্যাটালিয়নের (ঢাকা) অধিনায়ক পদে দায়িত্ করছিলেন। তিনি স্ত্রী শাহানা কবীর, দু কন্যা নাবিলাহ এনায়েত প্রভা ও তামকিন এ শামাকে রেখে গেছেন। ২৭/ শহীদ লেফটেন্যা আবু মুছা মো. আইউব কাইসার, পিএসসি, ইঞ্ ১৯৬২ সালের ১৬ ডিসেম্বর চট্টগ্রাম জেলা করেন এবং ১৯৮৩ সালের ১০ জুন ইঞ্জিনিয়া কোরে কমিশন লাভ করেন। চাকরি জীবনে ত ১১ আরই ব্যাটালিয়ন, ২ ও ১২ ইঞ্জিনিয়া ব্যাটালিয়ন, ১৬ ইসিবি ও এএসইউয়ে বিভ নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ত (আর্মি) হিসেবেও নিয়োজিত ছিলেন। তিন কুয়েত পুনর্গঠনে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি বিডিআর সদর দপ্তরে একিউএমজি (রক্ষণাবেক্ষণ ও নির্ম হিসেবে নিয়োজিত ছিলেন। তাঁর স্ত্রী মুশ পিনু। কারিশা মুশরাত ও জাফারিয়া কাইসার দুই কন্যা সন্তান রয়েছে। ২৮/ শহীদ লেফটেন্যা মো. সাইফুল ইসলাম, এসি ১৯৬০ সালের ১৯ সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং ১ ২৩ ডিসেম্বর সাঁজোয়া কোরে কমিশন লাভ ক চাকরি জীবনে তিনি ৬ ক্যাভালরি, ৪ হর্স ল্যান্সার, বিডিআর ও সেনা সদর সাঁজোয়া পরিদপ্তরে দায়িত্ব পালন করেন। তিনি রুয়ান্ডায় জাতিসংঘ সহায়তা মিশন পূ তিমুরে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সহায়ত অপারেশন সার্ক বন্ধন এবং মালদ্বীপে প্রে টাস্কফোর্সে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি বিডিআর সদর দপ্তর অপারে প্রশিক্ষণ পরিদপ্তরে জিএসও-১ পদে দায়ি করছিলেন।তিনি স্ত্রী শাহীনুর পারভীন জবা এবং তিন পুত্র শাহ মোঃ সালাউদ্দীন মোঃ আসিফ হাসান ও সরকার মোঃ শরীফুল আদ্দীনকে রেখে গেছেন। ২৯/ শহীদ লেফটেন্যা মোঃ লুৎফর রহমান, পিএসসি, আর্টিলারি সালের ১০ নভেম্বর জামালপুর জেলায় জন্মগ্ এবং ১৯৮৫ সালের ১৯ মে আর্টিলারি রেজিমেন্টে কমিশন লাভ কর চাকরি জীবনে তিনি ৪ মর্টার রেজিমেন্ট ৫৬ স্বতন্ত্র এএ ব্যাটারি আর্টিলারি, ৫৭ স্বতন্ত্র মিডিয়াম এএ ব্যাটারি আর্টিলার এসএএ রেজিমেন্ট আর্টিলারি; ৬, ১২, ১৫ রেজিমেন্ট আর্টিলারি, সিলেট ক্যাডেট কলে বাহিনী বিভাগ ও বিডিআরের ৬ রাইফেল ব্ দায়িত্ব পালন করেন। তিনি জর্জিয়ায় জাত পর্যবেক্ষণ মিশন ও পশ্চিম সাহারায় জাত মিশনে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি বিডিআরের ২৪ রাইফেল ব্যাটালিয়নে (ঢাকা) অধিনায়ক হিসেবে নিয় ছিলেন। তার স্ত্রী মুনমুন রহমান। এম তা ও তাম্মি তানজিনা রহমান নামে তাঁদের এক কন্যা সন্তান রয়েছে। ৩০/ শহীদ লেফটেন্যা মোহাম্মদ সাজ্জাদুর রহমান, অর্ডন্যান্স ১৯ ২৭ জানুয়ারি পাকিস্তানে জন্মগ্রহণ করেন সালের ২৬ জুন অর্ডন্যান্স কোরে কমিশন লা চাকরি জীবনে তিনি অর্ডন্যান্স ডেপো-যশ আইএপি, অর্ডন্যান্স ডেপো-কুমিল্লা, ৫০৫ অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল, এরিয়া স চট্টগ্রাম এবং সেনা সদর অর্ডন্যান্স ও ডবি্লউইএন্ডএস পরিদপ্তরে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি অ কুয়েত পুনর্গঠনে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি বিডিআর সদর দপ্তরে সহকারী পরিচালক, অর্ডন্যান্স সার্ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্ত্রী শারমিন নিশাত সিরাজী এবং মোহাম্মদ মুহতাসিম ইত্তিসাফ ও মোহাম্মদ ইসফাককে রেখে গেছেন। [চলমান ] পরবর্তী অংশ: পিলখানায় নিহত সেনা কর্ম সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত (৩১-৫৭/৫৭) In this note: Sakibur Rahman Khan S Shahriar Hamid Rasul, Giasuddin Bul Mohammad Hamidur Rashid Shoaib , Walid Khan , Anwar Hossain, Zahid Bhuiyan Mahfuz B Rahman, Bhuiyan Mahbub Latif Shams Khan , Mir Sharfat Ali Sopu, C Gulzar Uddin Ahmed , We Want Justic Neyamul Hoque , Joglul Haider, Aurn সাব্বির সারোয়ার আহমদ , জিয়া হাসান , Sa Ahmed Zesan , Sarwar Mujib Edison, Minhaz, Hasan Ali Ruman , Mahbub Sajol Ashfaq , Sajjat Hossain , Jubair Si Ferdous Zahid, Hasim Ahmed , Md A Islam, শামিল কায়সার, Moinul Ahsan S Mahbub Manik , Syed Safiullah , Sham Mirza, Ali Haider , Farhad Mazhar, As Khan Jewel , Shakhawat Shaku Shapan Alam , Faham Abdus Salam, Mohamm Salam, Apu Hassan, ব্লগার দাসত্ব, Su Murshed, Shammi Akther MP , Tahnia Mohammed Golam Sarwar Hossain, Mallick, শান্তি অশান্তি and Faysal Ka February 26 at
Posted on: Wed, 21 Aug 2013 18:46:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015