অক্কে, আমাদের দাত নিয়েই - TopicsExpress



          

অক্কে, আমাদের দাত নিয়েই কিছু হাল্কা কথামালা.. দন্তকথন-১ BDS 4yrs হলেও MBBS এর সমান প্যারা!!.. ইন্টারনির আগ পর্যন্ত!! আর ১ম সপ্তাহেই item এর ফাকে ক্লাস শুরু হয়!!.. সেই থেকে ফাইনাল ইয়ার অবধি সকাল ৮টা থেকে দুপুর ২টা, পরে আউটডোর রে কাজ থাকলে করতে হয়!!.. বাসায় আসতেই বিকাল!!.. কোন দিন সকাল ১১টায় ও শেষ!!.. কোন দিন রাত!! তিন ধরণের স্টুডেন্ট পিডিসিতে দেখা মিলে, যারা সারা জীবন ক্লাসের শুরু থেকেই সিরিয়াস!!.. আর বাকি দুই টাইপ এরা এক্টু বেশিই ঊদাস এবং এটেন্টিভ ফলে সাপ্লির ভেলায় দোলে চলে!!.. এরা আবার চারুকলা য় পড়ার ইচ্ছা এখানে মেটায়.. তাদের সুন্দর ক্রিয়েটিভিটি দিয়ে!!.. খালি পরীক্ষার আগেই পড়ে,বই জোগাড়, পাশ আবার নাই!!.. ডেন্টিস্ট হইয়াও যায়!!.. ফাঁকিবাজ আল্ট্রা জিনিয়াস দের জাদুঘর!! প্রতি ৩টা সাবজেক্ট এর সাথে ছোট্ট এক্টা ডেন্টাল সাব্জেক্ট থাকে!! আর বাকি সব ম্যাডিকেলিয় গেঞ্জামের ব্যারাম!!.. item,card final, term end তো আছেই!!.. ospe, viva- long short সবকিছুতেই আলাদা আলাদা পাস!!.. ১মারকের কমতিতে ৬মাসের সাপ্লি!!.. :( :( আমি দাতের ডাক্তার হয়ে কেন heart blood supply, diabetes, uring formation, blood circulation, cancer, tumor, antimicrobial, virus, bacteria এসব হাবিজাবি পড়বো!!.. শুধু এনাটমি নয় ফিজিক্স, ক্যামিস্ট্রি নিয়াও প্যাচাল!!.. তার উত্তরো আসছে.. প্রফ আমাদের কাছে ডাল ভাত হলেও, এসিসমেণ্ট এর আগের রাত আমাদের জন্য হতাসার!! মাথা ফাকা হয়ে পাগ্লা হয়ে যাই সব... যার সারা জীবন পড়ে তারা আরো বেশি!!.. ভাইরে খালি ভুইলা যাই!!.. উফফ এত কঠিন বানান!!.. এটার উচ্চারণ?!!.. ক্যমনে মনে রাখুম!! কাল যে কি লিখবো!!! মজার বিষয় হলো, বাংলায় যাহাই রক্ত তঞ্চন, তাহাই blood clotting!! English Text book দেখে বাংলায় ভিম্রি খায়া যাই!!.. ভাই ডরাস ক্যান, biology এর English version হইলো Anatomy!!. medical addmsn এর কারনের সব পড়া জিনিসই!!.. সবাই এটাতেই ধরা খায়!!.. অনেকে তাচ্ছিল্য করেন, দাতের কোন ডাক্তার হলো, আসলেই দাতের বেদনা তো কিছুই না!! আর দাত ফালাইলেই বেদনা গায়েব!!.. আম্রা দাত ফালানোর জন্য নই, দাত বাচানোর জন্য.. ওটা হাতুড়ের!! আবার পড়েন!! দাতের প্রোপার ট্রিটমেন্ট, একটা বাড়ি বানানোর সাথে তুলনা করা যায়!!.. সেখানে যেমন সিমেন্ট দিয়ে শুখানোর জন্য কিছু দিন রাখা হয় RCT (ROOT CANAL TREATMENT) করতেও অই রকম ৩-৪ বার যাওয়া আসা করতে হয়!!।। ফিলিং দেয়ার পর সেটিও পরের ধাপের জন্য যত্নে রাখতে হবে!!.. অবহেলায় নিজের ক্ষতি!!. অরাল ক্যান্সারের ঝুকি আছে!! টিপস - >কোক পান করুন - ট্র দিয়ে ( দুনিয়ার শক্ত টিসু এনামেলের ক্ষতি করে) >আপেল বেশি করে খান( প্রাকৃতিক টুথপেস্ট) >সিগার টানা বাদ দিন( ফুসফুসের ক্যান্সার) >দাত বেথা হলেই!! আসুন! দেরি করে আমাদের কাজ বাড়াবেন না!!.. > দাতের যত্ন নিন!!.. ঠিক মত প্রেসক্রিপশন মানুন!! :) :) (চলবে) অফটপিক : দুলাভাই বল্লেন, তুমি dentist হইতেছো!!.. কিন্তু লিখালিখি করো ওন্য বিষয় নিয়ে, এটা ভাল, কিছু পড়া রিলেটেড দিতে পারো.. আমরাও জানলাম, কতটুকু তুমি শিখতে পারছো!!... ব্যাপারটা আমায় নাড়া দিল, চেস্টা থাকবে সবার পরামর্শ তেই কিছু লিখে যাওয়ার!!.. ধন্যবাদ দুলাভাই আপ্নি অনেক কিঊট!!.. :) লাভিঊ!! ঠেপস তুমি অনেক লাকি, এমন একজন প্রেমিক, সামী পেয়ে, যিনি আমাদের তলার মাটিটাকে শক্ত করে দিচ্ছেন দিন দিন!!.. #XeননXiহান
Posted on: Sat, 08 Nov 2014 17:16:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015