#অনেকেই ভর্তি পরীক্ষা - TopicsExpress



          

#অনেকেই ভর্তি পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছো। তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ >>> You (******) are assigned Sub Name (Sub code) in the 1st Merit List of Hons Admission 2014-15. – NU Authority ফিরতি এস.এম.এসে যাদের এই ধরনের রিপ্লাই আসবে তারা ১ম মেধা তালিকায় সুযোগ পেয়েছো। তোমাদের ১৯/০১/২০১৫ থেকে ২৭/০১/২০১৫ এর মধ্যে অনলাইনে ফরম পূরণ করে ভর্তি হতে হবে। >>> You (******) are not in the 1st Merit list of Hons Admission 2014-15. You are advised to follow the next Merit List. if seats are available.- NU Authority. ফিরতি এস.এম.এসে যাদের এই ধরনের রিপ্লাই আসবে তারা পাস করেছো। কিন্তু প্রথম ১ম মেধা তালিকায় সুযোগ পাও নাই। সুতরাং ২য় মেধা তালিকার ফলাফল এর জন্যে অপেক্ষা করতে হবে। তখন তুমি যে কলেজ এ পরীক্ষা দিয়েছো সেই কলেজ এর আসন খালি সাপেক্ষে ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে। #সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নঃ প্রশ্নঃ ২য় মেরিট লিস্ট এর ফলাফল কবে দিবে? উত্তরঃ প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর ২য় মেধা তালিকা প্রকাশ করা হয়। ১ম মেধা তালিকার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১ম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হবে ২ ফেব্রুয়ারি। এর পর যে কোন দিন ২য় মেধা তালিকা প্রকাশ করতে পারে। বিঃদ্রঃ যদি ওই কলেজ আসন খালি না থাকে তখন রিলিজ স্লিপ এর মাধ্যমে আবার পাঁচটি কলেজ সিলেক্ট করে আবেদন করতে পারবে। তাই আপাতত তোমাদেরকে একটু ধৈর্যের পরীক্ষা দিতেই হচ্ছে। Second Merit List will be published after 31th January, 2015 NU Honors Admission Schedule From 1st Merit: ================================== 1. Online Admission Form Fill Up date & College Submission 19-27 January, 2015 2. Confirmation from college: 20-31 January, 2015 3. Class Start: 22/2/2015
Posted on: Mon, 19 Jan 2015 04:03:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015