অনেকদিন পর আমার - TopicsExpress



          

অনেকদিন পর আমার লাইব্রেরি ঘাটলাম। বাসায় থাকা হয় না, ফলে অনেক প্রিয় বই-ই দেখি গায়েব। কমিকস এর বইগুলো হাতে নিতেই যেন ফিরে পেলাম আমার হারিয়ে ফেলা এক টুকরো শৈশব। কী এক অদ্ভূত রঙ্গিন জগত-ই না ছিল এটা। চাচা চৌধুরী, Tintin, বিল্লু, রমন, পিঙ্কি, স্পাইডার ম্যান, এক্স ম্যান, অগ্নিপুত্র অভয়, চান্নি চাচী, ডায়নামাইট, ফ্যান্টম আরো হাবিজাবি। এবং সবচে পছন্দের নন্টে-ফন্টে। শুধু মাত্র খাবার চুরি এবং সেগুলো দখল পুনর্দখল- এই একটা বিষয় নিয়ে যে এত কার্টুন আঁকা সম্ভব তা নন্টে ফন্টে পড়ার আগে জানা ছিলনা। আমার কাছে নন্টে-ফন্টের সবচে মজার অংশ হল অদ্ভুত সব শব্দের ব্যাবহারঃ বুদুম, আরঘস, ওকপচ, উরফ, ফোকত, ইরক, ঢকাস, ইয়োফ, ইয়ালগাহ, গালব, গলক, গ্যালাক, এয়াগাকস, মর্কট এরকম আরো। একসময়, যে কোনো ঘটনা ঘটলেই এসব সাউন্ড করতাম মুখ দিয়ে। এখনও কোন দেয়ালের কাছাকাছি থাকলে হাত দিয়ে স্পাইডারম্যানের মত দেয়াল বাওয়ার চেষ্টা করি, চলতে ফিরতে হঠাত-ই হাত মুঠো হয়ে আসে আর চিন্তা করি উলভারিনের মত আঙ্গুলের ফাক দিয়ে এখুনি বেরিয়ে আসবে ধারাল ব্লেড। বিল্লুর মত চুল রাখার শখ বহুদিনের, গুরুজনদের অত্যাচারে রাখা হয় না। দিনগুলি সোনার খাঁচায় না থাকলেও বইগুলি আছে। বইয়ের ডানায় ভর করে সেখান থেকে ঘুরে আসি তাই যখন তখন।
Posted on: Tue, 25 Jun 2013 12:51:18 +0000

Trending Topics



ass="sttext" style="margin-left:0px; min-height:30px;"> Conduit Body, Style LR, 2 In tpjwzf5mk LR67 w5wst59 Home
Today, Brianna recited the Declaration of Independence for the 3rd

Recently Viewed Topics




© 2015