অফ-নেট ভিডিও কলের সুবিধা - TopicsExpress



          

অফ-নেট ভিডিও কলের সুবিধা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। এয়ারটেল বাংলাদেশের সঙ্গে যৌথভাবে গ্রাহকদের জন্য এই সেবা চালু করছে তারা। বৃহস্পতিবার থেকে এই সুবিধা পাওয়া যাবে। সেবা চালুর পর থেকে বাংলাদেশে প্রথমবারের মতো ভিন্ন দুটি অপারেটরের গ্রাহকরা পরস্পর ভিডিও কল করতে পারবে। দেশে গত বছর থ্রিজি সেবা চালু হওয়ার পর এই প্রথম ভিন্ন অপারেটরের (অফ-নেট) গ্রাহকরা ভিডিও কলের মতো একটি অনন্য থ্রিজি পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন। এর আগে সব মোবাইল অপারেটরই শুধু নিজের অপারেটরে (অন-নেট) ভিডিও কলের সুযোগ দিয়েছিল। এই সুবিধা পাওয়ার জন্য রবি ও এয়ারটেল উভয় গ্রাহকের ভিডিও কল করার উপযোগী হ্যান্ডসেটসহ থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। থ্রিজি নেটওয়ার্কের ভয়েস চ্যানেলের মাধ্যমে এটি পরিচালিত হয় বলে ভিডিও কলের জন্য ইন্টারনেটের সেবা মূল্যের প্রয়োজন হবে না।
Posted on: Wed, 17 Dec 2014 15:40:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015