অরুন্ধতী রায়ের - TopicsExpress



          

অরুন্ধতী রায়ের দৃষ্টিভঙ্গি এবং প্রকাশভঙ্গি ভালো লেগেছে। নোবেল শান্তি পুরষ্কার মালালার প্রাপ্য কি প্রাপ্য নয় সেই তর্কে না জড়িয়ে যথাসম্ভব নিরপেক্ষভাবে তিনি আন্তর্জাতিক গুটিবাজিটা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছেন। অরুন্ধতীর মতে- You know... Its a difficult thing to talk about, because Malala is a brave girl... and I think shes even now started speaking out against the US invasions and bombings that are going on... BUT certainly as an individual, its very difficult to resist this great powers trying to co-opt you and trying to use you in certain ways... And shes only a kid... and she cannot be faulted at all for what she did... But certainly the great game is going on... and of course the idea of an Indian and a Pakistani... sharing the Nobel Prize does have to do with global politics... It does have to do with the fact that... until the 1990s, Pakistan and United States were the allies... Now with all the troubles in Pakistan, the US is trying to step back from that marsh and look for former ground in India... So we are the receiving end of the kiss of death (if you like)... and so both the begums now, Pakistan and India have to be in the Sheikhs harem... They both have to be plucketed in some ways... So it should not be taken that I am criticizing this individual at all... But when the great game is in play, then they pick iut people all of us know... I am aware of many many attempts of trying to even use people like me in the game... and there is not much you can do about it... BUT at least we can be aware of the game. অনুবাদ- এ নিয়ে আলাপ করা একটু কঠিন... কারণ মালালা একজন সাহসী মেয়ে... আর ইদানীং সে আমেরিকার আক্রমণ, বোমাবাজিএর বিরুদ্ধে কথা বলতেও শুরু করেছে... কিন্তু একজন ব্যক্তি (মালালা) হিসেবে এই বৃহৎ শক্তিগুলোর সাথে জড়িয়ে পড়া এবং বিভিন্নভাবে ব্যবহৃত হওয়া থেকে নিজেকে বিরত রাখা খুব কঠিন... সে তো একজন শিশুমাত্র.. সে যা করেছে তার জন্য তাকে মোটেই দোষারোপ করা যায় না... কিন্তু এদিকে যে বিশাল খেলা চলছে সেটা উপেক্ষা করার উপায় নেই... নব্বইয়ের দশকে পাকিস্তান আর যুক্তরাষ্ট্র ছিলো জোটবদ্ধ... এখন পাকিস্তানের তাবত সমস্যা দেখে যুক্তরাষ্ট্র এসব ঝামেলা থেকে পিছিয়ে গিয়ে ভারতের সাথে পুরোনো সম্পর্কে ফিরে যেতে চেষ্টা করছে... কাজেই বলা চলে আমরা খেলার গুটি... পাকিস্তান আর ভারত দুই বেগমকেই এক শেখের (যুক্তরাষ্ট্র) হেরেমে আঁটাতে হবে... খেলার গুটি হিসেবে এমন সব মানুষকে বেছে নেওয়া হচ্ছে যাদেরকে আমরা সবাই চিনি... আমার মতো মানুষকেও এ ধরনের খেলায় ব্যবহার করার চেষ্টা চালানো হয়েছে এমনটাও হয়েছে... এক্ষেত্রে আপনার আমার বিশেষ কিছু করার নেই... তবে এই খেলার ব্যাপারে অন্তত সজাগ থাকতে পারি আমরা... youtube/watch?v=nMeqYjTJFQs
Posted on: Wed, 15 Oct 2014 05:01:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015