অস্ট্রেলিয়া: হিজাবের ওপর - TopicsExpress



          

অস্ট্রেলিয়া: হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। সোমবার প্রধানমন্ত্রী টনি অ্যাবটের হস্তক্ষেপের পর বোরখা এবং নিকাবের ওপর হতে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। গত ২ অক্টোবর পার্লামেন্ট হাউস নিয়ন্ত্রণকারী সরকারী বিভাগ হতে ঘোষণা করা হয় যে, মুখে পর্দা পরিহিত কোনো ব্যক্তিকে প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটের উন্মুক্ত পাবলিক গ্যালারিতে প্রবেশের ক্ষেত্রে অনুমতি প্রদান করা হবে না। মুখে পর্দা পরিহিত ব্যক্তিকে গ্যালারির পিছনে শব্দ রোধক কাঁচ দিয়ে ঘেরা দেয়ালের পিছনে বসতে হবে যেটি সাধারণত কোলাহলমুখর স্কুল ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত।  এ নিয়ে সমালোচনার মধ্যে দুই সপ্তাহ পর পার্লামেন্ট হাউসের অধিবেশন চলার শেষ দিনের কয়েক ঘন্টা পূর্বে ঘোষণাটি দেয়া হয়। এতে বলা হয়েছে, ‘মুখের পর্দা সিকিউরিটি চেক পয়েন্টের সদর দরজায় সাময়িকভাবে খুলতে হবে যাতে নিরাপত্তা কর্মীদের সনাক্ত করতে সুবিধা হয় যে যাদের পার্লামেন্ট হাউসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে অথবা যারা পার্লামেন্টের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হতে পারে তার চিহ্নিত করা যায়।’ পরে অ্যাবট জানান, নিষেধাজ্ঞার পরিকল্পনা সর্ম্পকে তাকে আগাম অবহিত করা হয়নি। তিনি পার্লামেন্ট স্পিকার ব্রনোইন বিশপকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য নিদের্শ দেন।
Posted on: Mon, 20 Oct 2014 23:44:26 +0000

Trending Topics



-ring-ring-Me-This-is-topic-742523069129085">While completely buried in a project… *ring ring* Me: This is
Short video I took on my bike ride this morning to Ocean Grove...I

Recently Viewed Topics




© 2015