****** অস্বচ্ছন্দ ****** - শহীদুল - TopicsExpress



          

****** অস্বচ্ছন্দ ****** - শহীদুল ইসলাম সবুজ অরণ্যে অাকাশ সম মনে বিচরণে ওরা ক্ষুদ্ধ , বুঝে হোক না বুঝে হোক ওরা অামায় করতে চায় রুদ্ধ। রুশনী সরল পথে তাঁরই প্রদত্ত মতে চলেছি অামি , অাত্নিক চেতনায় অামি মুগ্ধ তাই লক্ষ্য মোর অন্তর্যামী। অক্টোপাসের মত ছড়িয়ে অাছে শত অামার চারপাশে , খুঁত ভুল খুঁজে ঈর্ষায় চোখ বুজে বাধা দেয় অবভাসে। অকাল প্রহরে অশ্রু ঝরে মায়া হয় ওদের অাচরণে , শত জ্ঞান ঝাড়ে বাণ মারে দগ্ধ করে হৃদয়ের গহনে। অামি নীরবে দেখি ছবি অাঁকি ত্বরিত চিত্রক দাঁতাল তুমি , রসুন স্বভাব রসায়নের অভাব সম্ভ্রম ক্ষুন্ন ভূমি। এমন দোষে যারা রসে অালোকিত মানুষ কিভাবে হয় ? ভূতল অন্ধকার কালো চারিধার শকুন ওরা নিশ্চয়। চাঁদ চাঁদ থাকে গ্রাস যতই অাসুক বুকে সত্য অক্ষয় , মিথ্যা বেসাতি লোক দেখানো সংস্কৃতি হবেই পরাজয়। শতরঞ্জ খেলায় বিবেক শূন্য , হেলায় কি লাভ পেয়েছো? হিরণপ্রভা ধ্বংস করেছো সর্বস্ব নিয়েছো কি দিয়েছো ??
Posted on: Wed, 24 Sep 2014 21:46:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015