আজ বিজয় যখন আউট হয়ে - TopicsExpress



          

আজ বিজয় যখন আউট হয়ে যাচ্ছিল দেখছিলাম যে ওর পা আগাচ্ছিল না ড্রেসিংরুমের দিকে,কয়েক মুহুর্ত পরে দেখলাম গ্লাভস দিয়ে হেলমেটের ফাঁকে আঙ্গুল দিয়ে কি জানি মুচছে।না দেখলেও হলফ করে বলতে পারি তা ছিল চোখের জল।ওর মনে হচ্ছিল ও ওর দেশকে বাঁচাতে পারল না।এই জন্য কষ্ট চেপে রাখতে পারছিল না ও। এশিয়া কাপেও মনে আছে ও একাদশে না থাকলেও যখন ই দল ভাল খেলছিল ড্রেসিংরুম থেকে উতসাহ দিচ্ছিল,ফাইনালে হারার পর তো আমরা সবাই দেখেছি দলে না থেকেও ওর প্রতিক্রিয়া।পরে ও বলেছিল ওর মনে হচ্ছিল ও হয়তো দলে থাকলে কিছু রান করে দিতে পারত। এরকম এক জন টিম ম্যানকে আমাদের কোনভাবেই দল থেকে বাদ দেয়া উচিত হবে না।আগামী টেস্ট সিরিজ শুরু হতে প্রায় তিন মাস বাকি।অনেক সময় এর মধ্যে বিজয় ওর টেস্ট টেকনিক নিয়ে কাজ করুক। ও টেস্টে একটু এডজাস্ট করে ফেললেই এরপর থেকে ওর কাছ থেকে বড় ইনিংস পাব আমরা। আর ডমেস্টিক এ ওর উচিত এখন থেকে ওয়ান ডাউনে না খেলে ওপেনিং এ খেলা।কারণ দলে খেললে বুঝা যাচ্ছে ওকে ওপেনিং এ খেলতে হবে।তাহলে ঘরোয়া থেকেই প্র্যাক্টিস নয় কেন?সব জায়গায় ওর ওপেনিং এ নতুন বলে প্র্যাক্টিস করা উচিত এখন থেকে। আর নির্বাচকদের ব্লব এই ছেলের মতো এর প্রমিসিং ওপেনার আর নাই এই দেশে।তাই প্লিজ একে বাদ দিবেন না #আম্মার
Posted on: Thu, 24 Oct 2013 13:30:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015