আজ রাতের স্বপ্নের পরী - TopicsExpress



          

আজ রাতের স্বপ্নের পরী গুলো খেলা করেছে স্বপ্নের মাঝে স্বপ্ন রাজে। কি যে মায়া তার চোখে। কি যে হাসি তার ঠোঁট তে। কি যে সুন্দর সু মিষ্ট তার গলার সুর ছড়ানো গান। বহুত লাগছে বেশ তাদের রঙে মাখা ডানা। এসেছিল লাল পরী, নীল পরী, গোলাপী পরী। আরো কত নাম না জানা পরী। সকালের প্রভাতে হারিয়ে গেল কোন দূর অদূরে। প্রভাত হয়েছে মুক্ত বায়ুর মুক্ত চেতনায়। মুক্ত মনে খুলেছে মন আর মনের দরজা। মুক্ত সেই খোলা আকাশ নীল রঙে আঁকে নিজেকে। মুক্ত পাখি গুলো উড়ে যেন ডানা মেলে। ফুল গুলো গোলাপী হয়ে ফুটে ফুল গাছে। ফুলের সমাহার মনকে করে শিহরণ। তখন, তোমার কথা মনে পড়ে ভীষণ। Dream Fairy Dream of the game tonight between the Crown dreams. What is the illusion in his eyes. I did that on his lips. The tone of his voice, the song spread that pretty good sweets. I have quite a lot of care in their wing. Came the red fairy, fairy blue, pink fairy. It is also the name of the sprite. He had lost the remote close by in the morning. The conscience of the free open air morning. I opened the door and I feel free. The draw is open to the blue sky. The birds are free to fly to match the wing. It has pink flowers flowering plants appear. Creeps into the minds of the flower combination Then, I remember a lot. dr. durjoy apon good morning. time-time-8.32am, monday, morning , 24. 06..2013
Posted on: Mon, 24 Jun 2013 02:33:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015