▓আজ ০১ অক্টোবর▓ • - TopicsExpress



          

▓আজ ০১ অক্টোবর▓ • খ্রিস্টপূর্ব ৩৩১ এই দিনে মহামতি আলেকজান্ডার গাউগামেলার যুদ্ধে পারস্যের তৃতীয় দারায়ুসকে পরাস্ত করেন। • ১১৮৯ সালে এই দিনে গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি ১১৮৪ সাল থেকে নাইট টেম্পলার-এর গ্রান্ডমাস্টার ছিলেন, অ্যাকর অবরোধকালে নিহত হন। • ১৭৮৭ সালে এই দিনে সুভোরোভ-এর নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে। • ১৭৯৬ সালে এই দিনে বেলজিয়াম কর্তৃক ফ্রান্স জয়। • ১৯৬০ সালে এই দিনে নাইজেরিয়া ব্রিটেন এর কাছ থেকে স্বাধীনতা লাভ করে। • ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শচীন দেব বর্মন, তিনি ছিলেন প্রখ্যাতসঙ্গীত শিল্পী। • ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবদুল মালেক উকিল, তিনি ছিলেন একজন বাংলাদেশ আইনজীবি এবং রাজনীতিবিদ। • ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমি কার্টার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতি। • ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডানকান এডওয়ার্ডস, তিনি একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়। • ১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন স্টুয়ার্ট বেল, তিনি ছিলেন আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী।
Posted on: Tue, 01 Oct 2013 01:30:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015