আজকে আসিফ স্যারের - TopicsExpress



          

আজকে আসিফ স্যারের (দ্বিতীয় মাহমুদুর রহমান) কিছু কথা : সরকার যখন সন্ধ্যা ছয়টায় ফোন দিলো, তখন মিডিয়া উপস্থিত ছিলো..... কিন্ত সরকার যদি দুইটায় ফোন দিয়ে থাকে, তবে সেই ফোন দেবার ভিডিও দেখাচ্ছে না কেন? “আপনি খালেদাকে আমন্ত্রণ জানাচ্ছেন, আর অন্যদিকে তাকে মনে করিয়ে দিচ্ছেন যে, 21 আগষ্ট গ্রেনেড হামলার কথা...আরো বিভিন্ন প্রতিশোধের কথা।” তো এটা কী একজন মানুষকে দাওয়াত করার পদ্ধতি হতে পারে?? “সরকার ফোন শেষে বললো, আমাকে যে গ্রেনেড মারলো, আজ তার সাথে আমার কথা বলতে হলো।” --তো বলুন, এতেই তো বুঝা যায়, সংলাপে তারা কতটা আন্তরিক। “সাংবাদিকরা যে হারে সরকারের সাপোর্ট করে, তাতে জনগণের ক্ষোভ জন্মে গেছে তাদের উপর।” প্রকাশ্য সংলাপের মাধ্যমে কোনো সমাধান অসম্ভব।...হাসিনার ফোন কেবল লোক দেখানোর জন্যই ছিলো।.....ইত্যাদি,,,,,,,,ইত্যাদি।
Posted on: Mon, 28 Oct 2013 18:16:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015