আজকাল এক নতুন রোগ হইসে - TopicsExpress



          

আজকাল এক নতুন রোগ হইসে আমার :) সারাদিন ফোন অফ রাখি,একমাত্র আমার দরকার হইলে ফোন দি আর একাকি ফিল করলে মেসেজ দি. যারা অনেক বন্ধুবান্ধব নিয়ে থাকতে অভ্যস্ত তাদের বুঝি এমনই হয়.কলেজে থাকতে যারা অলটাইম পাশে থাকতো,ফোনের পর ফোন পেতাম আজ তারা থেকেও যেন নাই. দুষ্টুমির সেই মোমেন্টসগুলা বড্ড মিস করি. আজ আর কারো দেখা করার সময় হয়না. কিন্তু আমার বেলায় অভিমান ঠিকই করে.আমি নাকি ফোন ধরিনা,ঠিক মতো কথা বলিনা, মেসেজ এর রিপ্লাই দিনা. আসলেই তাই. আমার এতো অভিযোগ,প্রত্যাশা বয়ে বেরাবার সামর্থ্য নাই. নিজেকে গুটিয়ে নিচ্ছি.বড্ড ছরিয়ে পরেছিলাম তো. তোরা কেউ রাগ করিসনা,ভুল বুঝিসনা_ আমি কাউকে ভুলিনি,ভুলবো না. শুধু একটু এলোমেলো হয়ে গেছি জগতের টানাপোরনে....
Posted on: Sat, 09 Aug 2014 17:37:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015