আধুনিকতার শীর্ষে চড়ে তো - TopicsExpress



          

আধুনিকতার শীর্ষে চড়ে তো এবার ঐশী নিজের মা বাবা কেই খুন করে দিলো ! নোবেল পুরস্কারের জন্য মানব বন্ধন করবেন না ? রোকেয়া আর মিতা বাঙ্গালীরা ? অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ও লেভেলের ছাত্রী ঐশী। মাদকাসক্ত এই মেয়ে টি বন্ধুদের সহযোগিতায় তাঁর মা বাবাকে নির্মমভাবে হত্যা করেছে।অপরাধ ছিল উশৃংখল চলা ফেরায় বাধা দেয়া টা। এখন আর বাধা দিয়ে কি হবে ঘোড়ার লাগাম তো শুরু থেকেই ছাড়া ছিল। এটাই তো হবার ছিল।আমি মোটেও ...আশ্চর্য বা সমবেদনা জানাচ্ছি না।আধুনিকতার নামে নিজ সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত না করার করুন পরিনতি। এভাবেই তো গড়ে তুলছেন আধুনিক বাবা মায়েরা তাদের আধুনিক সন্তানদের। হাজার হাজার টাকা শিক্ষা ফি দিয়ে ইংলিশ মিডিয়ামে পরাচ্ছে সন্তানদের। কি দিচ্ছে এরা সমাজ কে , জাতি কে? তবুও গর্ব , আমার ছেলে বা মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াই। মাদ্রাসায় পড়ালে তো আন কালচার হবে। জঙ্গিবাদি, সন্ত্রাসী হবে। হায়রে বিবেকবান সমাজ .................. ! আজ পর্যন্ত কোন কওমি সন্তান তার মা বাবার গায়ে হাত তুলেছে , কেউ কি পারবেন এমন একটা নজির দেখাতে ? আদব শিষ্টাচারের একমাত্র প্রশিক্ষন কেন্দ্র মাদ্রাসাশিক্ষার প্রতি যেই সব বেয়াদবকুলাঙ্গারেরা বিদ্রুপ করে তারা কি ঐশীর ঘটনা দেখে একবার নিজেদের চেহারাটা আয়নায় দেখে নিবে ? তাতেও যদি লজ্জা হতো ।একটু খানি শিক্ষাপেতো !!! এখন ঠেলা সামলা ! যতদিন পর্যন্ত ইসলামী শিক্ষা আর পর্দানীতি না মেনে নিবি , একেরপর এক এমন হাজারো ঘটনার জন্ম নিতেই থাকবে। হাজার ঐশী সাহস পেয়ে যাবে এমন নিষ্ঠুরতম আচরনের। @সংগৃহীত@ @fs@
Posted on: Sun, 18 Aug 2013 09:36:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015