আপনার স্মার্ট ফোনের - TopicsExpress



          

আপনার স্মার্ট ফোনের চার্জ ও ব্যাটারি সমস্যার সমাধান নিন এখনই! পোষ্ট টি হল এন্ড্রয়েড ফোনের চার্জ সমস্যা নিয়ে!এন্ড্রয়েড ফোনের একটি বড় সমস্যা হল এর চার্জ বেশিক্ষণ টেকেনা।তাই আজ আমি এই পোস্টের মাধমে আপনার এই সমস্যা কিছুটা হলেও সমাধান করার চেস্টা করব। *→ব্যাটারির চার্জ ধরে রাখার উপায়ঃ ব্যাটারির চার্জ ধরে রাখার জন্য আপনি যে কাজ গুলো করতে পারেন তা হচ্ছেঃ প্রথমেই অপ্রয়োজনীয় অ্যাপস গুলো বন্ধ করে দিন ( Settings > Apps )। এজন্য Android Assistant বা কোন Task Killer App ব্যবহার করতে পারেন। *→ব্যাটারি মনিটর করুন (Settings > Battery)। দেখুন কোন অ্যাপস বেশি ব্যাটারি টানছে Battery Monitor Network যেমনঃ ওয়াইফাই (Settings > Wifi), 3G/4G( Settings > Mobile Networks), হটস্পট, টেথারিং প্রভৃতি দরকার না থাকলে বন্ধ করে রাখুন। *→সবসময় 2G Network ব্যবহারের চেষ্টা করুন ( Settings > Mobile Networks) অপ্রয়োজনে ব্লুটুথ, ওয়াইফাই অন করে রাখবেন না (Settings > Bluetooth) *→ফোনের ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে রাখুন ( Settings > Display > Brightness )।এছারা ব্রাইটনেস কমানোর জন্য বিভিন্ন ধরনের এপ্লিকেশন বেবহার করতে পারেন। **↔পারলে অটো ব্রাইটনেস দিয়ে রাখুন ফোনের GPS ( Settings > Location services) অথবা Sync/ Synchronization ( Settings > Accounts & sync) বন্ধ রাখুন ডিসপ্লে টাইম আউট যথা সম্ভব কম রাখুন পাওয়ার কন্ট্রোল শর্টকাট/widget ব্যবহার করুন ব্যাকগ্রাউন্ড হিসেবে “কালো” ব্যবহার করুন Battery Management Apps ইন্সটল করুন। যেমনঃ Juicedefender, DU battery Saver যে app name দিয়েছি সেখানে ব্যাটারি চা ধরে রাখার একটা পদ্ধতির কথা বলা হয়েছে- Bump Charging. *→আপনার ফোনের ব্যাটারির ফুল চার্জ হয়ে গেলে চার্জার খুলে আবার চার্জে দিন। এতে করে ব্যাটারি আরো বেশি গ্রহন করে। তবে এতে করে ব্যাটারির ক্যাপাসিটি যেমন কমে যায়, তেমনি ব্যাটারি লাইফও কমে যায়। এছাড়া সুযোগ পেলেই ব্যাটারি চার্জ দিন। লিথিয়াম আয়ন ব্যাটারি বার বার চার্জ দিলে তেমন কোন ক্ষতি হয় না। আশা করা যায় আপানার ব্যাটারি সংক্রান্ত সমস্যা কিছুটা হলেও দূর হবে এই পোষ্ট টির মাধ্যমে. #Newaz_M_Eric
Posted on: Wed, 23 Oct 2013 15:46:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015