আবারো ডাক্তারদের - TopicsExpress



          

আবারো ডাক্তারদের অবহেলায় মেডিকেল ছাত্রের মৃত্যু হল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আগামীকালের খবরের কাগজের শিরোনাম হতে পারত এটি । কারণটা বলছি- আজ সকালে ১ম বর্ষের এক ছোট ভাইয়ের ডায়রিয়ার কারনে অবস্থা খুব গুরুতর হয়েছিলো। তাকে জরুরী ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাস্পাতালের ছাত্র ছাত্রীদের জন্য নির্ধারিত ১৮ নং ওয়ার্ড এ নিয়ে যাওয়া হলে সেখানকার কর্মরত নার্সরা ভর্তি করানো হয়নি বলে তাকে সেবা দিতে অস্বীকৃতি জানায়। সে সময় তার অবস্থা এতটায় গুরুতর ছিল যে, তার chronic fluid & electrolite loss এর কারনে Musle contraction শুরু হয়ে গিয়েছিল। সেসময় নার্সদের কথা ছিল যে, ভর্তির কাগজ ছাড়া আমরা কিছুই করতে পারব না। যেখানে একজন মেডিকেল ছাত্রের এই অবস্থা , সেখানে সাধারন জনগনের কি অবস্থা তা সহজেই অনুমেয়। আর এক্ষেত্রে যদি রোগীর কিছু হয়ে যেত , তাহলে সব দোষ এসে পড়ত ডাক্তারদের উপড়ে । সবাই ডাক্তারদের পিছনে উঠেপড়ে লাগত । আসলে দোষটা ডাক্তারের?? চিকিৎসা বেবস্থার কিছু নিয়মের ও কিছু অসৎ মানুষদের কারনে পুরো ডাক্তার সমাজকে বারবার অপমান করে যাচ্ছে সাধারন মানুষ। মাননীয় পরিচালক ও স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে, একজন মৃতপ্রায় রোগীকে সেবার চেয়ে ভর্তি করানোটা কতোটা জরুরী?????? Jahangir alom
Posted on: Tue, 09 Sep 2014 08:47:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015