আমি একজন সাধারণ student, কোন - TopicsExpress



          

আমি একজন সাধারণ student, কোন পলিটিক্স করি না। নিশ্চয়ই এটা আমার অপরাধ না। আমার মত এরকম হাজারো সাধারণ ছাত্র আছে যারা কিছু অসাধারণ ছাত্রের কাছে জিম্মি। ইদানিং তারা আবার আমাদের use করতেছে, বাহ্ ক্যায়া বাত হে......কেউ বলে সাধারণ ছাত্রের ব্যানারে অবরোধ চলবে .....আবার কেউ জানায় সাধারণ ছাত্রের ব্যানারে অবরোধ প্রত্যাহারের দাবি কত easily modify হয়ে গেলাম!!! .....আবার এই আমরাই যখন বিপদে পড়ি তখন তো কোন অসাধারণ কেউই আসেনা সাহায্যের হাত বাড়িয়ে! আসলে যে যার যার আখের গোছানোতে ব্যস্ত। মাঝখানে যত ক্ষতি হয় আমাদেরই। এগুলো কার কাছে বলব??? .........প্রশাসন???? হেহেহে হাসালি মোরে :/ তার তো হাত পা বাধা। তো কার কাছে বলব? ....দেশের কাছে?? উঁহু দেশের এতো টাইম নাই, এরকম ছোট খাটো ব্যপারে নজর দেয়ার। তার আরো হাজারো সমস্যা আছে ( created by own) সেগুলো সমাধান করতে হবে সংসদে গান শুনে আর হাততালি দিয়ে!! -Someone Rakib Ullah (CU)
Posted on: Wed, 17 Sep 2014 19:46:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015