আমাকেই নাকি তোর - ভালো - TopicsExpress



          

আমাকেই নাকি তোর - ভালো লাগে খুব? দিবি নাকি একসাথে - ঘোলা জলে ডুব? আমাকেই নাকি তোর - প্রেম প্রেম লাগে? লিখে দেব কবিতা - আদরের দাগে? আমাকেই নাকি তোর - চাই খুব কাছে? দেখা করি চল, যত - আনাচে কানাচে? আমাকেই নাকি তোর - স্পর্শের শখ? চলে আয়! জয়তু - চাইনিজ লক! জানি তুই আসবি না - আমারও তো ভয় এই যুগে আমি, তুই - ডাহা অপচয়! (23/09/13; 12:01am)
Posted on: Sun, 22 Sep 2013 18:04:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015