আমি জানি আমি কি করছি , কেন - TopicsExpress



          

আমি জানি আমি কি করছি , কেন করছি । সাধারন মানুষের সাথে পুলিশের একটা সেতুবন্ধন তৈরি করতেই পেইজ ওপেন করি ! আমার বিশ্বাস ছিল আর যাই হোক অন্তত যারা ফেইসবুক ইউজ করে তারা সবাই একটা শিক্ষিত আধুনিক ও নতুন প্রজন্ম । কোন পরিবর্তন আনতে হলে আগে এই নতুন প্রজন্মকে দরকার , তাদের অনেকেই পুলিশের প্রতি নেগেটিভ কিন্তু অনেকাংশে না জেনেই ! এই তরুন প্রজন্মকে জানাতে চেয়েছি কোথায় আমাদের সিমাবদ্ধতা , কাদের হাতের ইশারার কাছে আমরা অসহায় । কিন্তু আমি বোধহয় হেরে যাচ্ছি , যেখানে এই বাহিনীর কোন চলমান পেইজ ই ছিলনা সেখানে চেষ্টা করেছি অনেক সিমাবদ্ধতার মাঝে পেইজটাকে এগিয়ে নিয়ে যেতে । বিশ্বাস করুন মাত্র একটা মোবাইল ফোনের মাধ্যমেই আমার এতদূর আসা , যারা পেইজ চালান তারা বুঝতে পারবেন মোবাইল ফোনে পেইজ ওপেন করা ও চালানো কত টাফ ! তারপর ও আমাকে হতে হয় অপমান , আর শুনতে হয় গালি ! এত এত টেলেন্ট ও মেধাবী অফিসার আছে এই বাহীনিতে , কৈ তারাতো একবার ও এগিয়ে আসলেন না , তারাতো একবার ও আনুভব করলেন না একটা পেইজ খুলার ! তবে কেন এত হুমকি ধামকি , গালাগালি ? সাধারনের গালাগালি মেনে নেওয়া যায় কিন্তু তাই বলে আমার সহকর্মীরাও ? আমি এখানে কোন কথাটা মিথ্যা বলেছি অথবা আমার কোন কথাটা এই বাহীনিতে দূর্নাম আনল ? তবে আমি কেন রোশানলে ? তাহলে কি পেইজটা বন্ধ করাটাই উচিত ? আমি কি ওদের কাছে হেরে যাব ? :( :( :( Admin
Posted on: Wed, 11 Sep 2013 16:18:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015