আমাদের অনেকেরই তো - TopicsExpress



          

আমাদের অনেকেরই তো ফেসবুকপেজআছে। কিন্তু ফেসবুক ফ্রেন্ডবেশি থাকলে সবাইকেএক এককরে পেজে Invite করাও তো একটা ঝামেলা।নিতান্তইবিরক্তিকরব্যাপার। ভাবতেন, কেমন হয়যদি সবাইকে একসাথে পেজে Inviteকরা যায়? তাইআজকে আমি আপনাদের জন্যনিয়ে এসেছি একটা জটিলট্রিকসযার মাধ্যমে আপনি ফেসবুকে একক্লিকেইসবাইকে আপনার পেজেInviteকরতে পারবেন। এটি Google Chorme ওMozilla Firebox দুটোর ক্ষেত্রেইপ্রযোজ্য। তাহলে চলুন দেখেনিইকিভাবে এটা করতে হয়। GoogleChrome এর জন্যঃপ্রথমে Google Chrome থেকে এইExtensionটিAdd করেনMozilla Firebox এর জন্যঃপ্রথমে Mozilla Firebox থেকে এইAdd-onsটিAdd করে নিন। MozillaFirebox হোক আর Google Chrome হোকদুইটার সিস্টেমএকই। আমি Mozilla Firebox একরে দেখালামঃ *প্রথমে ফেসবুকে Loginকরেআপনারকাঙ্ক্ষিত পেজে যান। .সবাইকে একসাথে Inviteকরারজন্য See All এ ক্লিক করুন।কাজ তো শেষ প্রায়।এইবারযে বক্সটি Openহবে সেখানে দেখবেন নতুনকরে Select All Option এসেছে। Select All-এক্লিককরুন। বাহ! কি চমৎকার,দেখলেনতোসবাইকেইআপনি একসাথে Select করে ফেলেছেন। দেখুনআমারক্ষেত্রেঃএইবার শুধু Submit এ ক্লিককরে দিয়ে একক্লিকে সবাইকে আপনারপেজে Invite করে দিন। এছাড়া আরওএকটি Google Chorme এরExtesionআছে যারমাধ্যমে আপনি একইকাজ করতে পারবেন, কিন্তু এটাইসহজ। তাই আর অন্য কিছুর দরকারনেই !! ( copy by ahrtune )
Posted on: Fri, 19 Sep 2014 10:21:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015