আমি মেডাম খালেদা জিয়া কে - TopicsExpress



          

আমি মেডাম খালেদা জিয়া কে অনুরোদ করব ,আগামী কিছুদিন পর যে s s c ও সমমনা শুরু হবে ,সরকার সেটাকে পুজি করে বিরোদী দলের ডাকা অবরোদ বন্দের অনুরোদ জানাবে ,দয়া করে তাদের পাতা পান্দে পা দিবেন না তা হলে অতীতের ৫ জানুয়ারী ২০১৪ বড় দরনের ভুল করবেন ,আপনি জাতির ও সকল পরিক্ষার্তির উদ্দিসে একটা বিবৃতি দিয়ে সবাইকে বলুন ,আজকে মাতৃভূমি বাংলাদেশে মানুষের জীবনের মৌলিক অদিকারের যে আন্দোলন চলছে তা ,পরীক্ষার চেয়ে কোনো অংশে কম নয় .জীবিত থাকলে পরীক্ষা আবার দেয়া যাবে কিন্তু যারা চেতনার বেবসা করে দেশ ,জাতি ,এবং সাদারণ মানুষের জিবিন নিয়ে ছিনিমিনি খেলে তাদের আর এক মুহুর্তের জন্যেও বাংলার জমিনে শাসন করতে দেয়া ঠিক না .আর তা ছাড়া যে ভাবে অটোমেটিক পাস দেয়া হচ্ছে তাতে করে ,জাতি চিরদিনের জন্য দংস হওয়ার চাইতে এক বছর গেপ দেয়া অনেক ভালো ,তাই মেডাম অপনাকে আবারও শেষ বারের মতো কোনো ভাবেই আপনার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোদ পত্তাহার করবেন না .কারণ এর পর আপনি আর কোনো নতুন ইসু পাবেন না সহজে .যেমন টি পাননি গত এক বছরে ..আপনি যদি এই ইসু তে পিছু হটেন তার পর আসবে সাদিনতার মাস .তার পর রমজান এইবাবে বাকি জীবনেও এই নাস্তিক সরকারকে হটাতে পারবেন না .বাকিটা আপনের মর্জি .সিদ্দান্ত আপনের, আর আপনের এক ভুল সিদ্দান্তে দেশ,জাতি ,ও দলের ভালো এবং মন্দ নির্বর করে ,আপনের আসেপাসে কোনো তসামদ করি বা চাটুকারের কথায় কান দিবেন না .
Posted on: Thu, 22 Jan 2015 05:58:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015