আমার একা জিবনের একটা - TopicsExpress



          

আমার একা জিবনের একটা সত্য ঘটনা তুলে ধরলাম আমাদের নদিরতে আগের নিদে বাইদা আসতো আমি তখন স্কুলে ৮ম শ্রেণিতে পরি বিউটি নামের একটি বাইদানি মেয়েটা আমাকে সত্যি ভালবাসত কিন্তু আমি তা তখন বুজতে পারিনি তখন আমি জিগলি স্কুলে পরতাম আমি স্কুল থেকে ফেরার পথে সে অপলক আমার দিকে থাকিয়ে থাকত । সে পাড়ায় পাড়ায় সাপের নাছ দেখানু ছেরে দিয়েছিলো সুধু আমাকে দেখাটা মিস করবে বলে কারন আমি তার নৌকার পাস দিয়ে স্কুলে যেতাম সে বুকার মতো ছেয়ে থাকতো। এর জন্য তার মা বাবা তাকে অনেক বকা দিতো কেন সে সাপ নাছাতে জায়না।সে আমাকে একদিন একটা প্রেম পত্র দিয়েছিল অনেক আকুতি ভরা সেই ছিটিটা আজ ও আমার কাছে আছে যানতে পারলাম আমার প্রেমে পরেচে আমি থাকে গ্রিনা ভরে প্রত্যাখ্যান করলাম।সে অনেক কেদেছিল ।একদিন সকালে দেখি নৌকা নেই সে ছলে গেচে যাবার সময় অনেক অপেক্ষা করেছিল আমার অনেক কান্নাকাটি করে গেছে ,সে ছলে গেলো পরে অনেক সময় অনেক টিকানা থেকে সে আমাকে ছিটি দিত।আমার ইচ্ছে থাকা সত্তে ও উত্তর দিতে পারতাম না কারন সে টিকানা দিতনা । তার সাথে আমার আর দেখা হলনা থাকে খুব মনে পরে মাজে মাজে ।আমি তাকে নিয়ে তখন এই কবিতাটি লিখে ছিলাম । মামা ruhul amin ruhel er sohojutay apnader সাথে আজ শেয়ার korlam. বাইদানী মাজহারুল ইসলাম জীবন ....................................। সর্প নিয়ে খেলা করতো সে আনমনে, নদীর তীরে ছিল তার ক্ষনস্থায়ী বসবাস তার মায়াবী করুন চোখের চাহনীতে সেদিন দেখেছিলাম প্রেমের প্রথম আভাস। মেয়েতো যেন নয় এক অপ্সরা মায়াবিনী সেকি জানতো হাসি ছিল যেন ভুবন মোহিনী জানতে চেয়েছি নাম তার জানা হলো না, মিষ্টি করে বলতোঃ “আমি ফেরারি” আমার কাছে মিছে কেন খোঁজ নাম ঠিকানা । নৌকার গুলুই ঘেসে বসে থাকি গোধূলি বেলায় ক্ষনে ক্ষনে এসে মিষ্টি হেসে দেখা দিতো আমায় । তার ভাবনা এসে ধরা দেয় ঘুমের ঘরে। অজানা এক যন্ত্রনা ঘিরে থাকে হৃদয় জুড়ে, হটাত একদিন দেখি ভোরে নৌকা নেই আর নদীর ধারে নেই কোন মানুষের কোলাহল আর সেথায় ফেরারি সেই মায়াবিনী চলে গেল অজানায় । যাবার বেলায় সে অনেক খুঁজেছে আমায় একবার দেখিবে বলে কেঁদেছে হতাসায় সে বীজ বপন করে গেল ভালবাসার আঙ্গিনায় আজও আর আসিল না ফিরে নদীর মোহনায়। কিশোর কালের সেই স্মৃতি আর প্রীতি আজ ও আমাকে কাদায় মাঝে মাঝে স্বপ্নে এসে দেখা দেয় আমায়। জানি শত কাঁদলেও আর আসবেনা ফিরে সে তার ভাবনায় কাঁটাই আমি আজ নির্ঘুম রজনী সে-ই ছিল আমার প্রথম প্রেম নদীর ঘাটের ফেরারি মায়াবিনী সেই বাইদানী।
Posted on: Thu, 27 Jun 2013 16:44:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015