আমার মোশন-সিকনেস আছে। - TopicsExpress



          

আমার মোশন-সিকনেস আছে। মোটরগাড়িতে লং জার্নি করলে সমস্যা হয়, রেলে, রিকসায় চড়তে পারি। তো, এর রিমেডি নিয়ে চিন্তিত। ডাক্তারমহলের বন্ধুদের সাথে পরামর্শ করেছি। কেউ কেউ ইএনটির বিশেষজ্ঞ দেখাতে বললেন। সেটা এখনো হয়ে উঠে নাই, কিন্তু আমার এ নিয়ে ভাবনার অন্ত নেই। যে কোন মোটরগাড়িতে উঠলেই বা উঠার পরপরই বমির ভাব শুরু হয়। অবশ্যই মটর রিকসাতে সমস্যা হয় না। তো, উইকিপিডিয়ায় মোশন সিকনেস নিয়ে পড়তেছিলাম। বিবরণ পড়ে আমার হেলুসিনেশন হওয়া শুরু হল। দেখুন: ‘The most common hypothesis for the cause of motion sickness is that it functions as a psychological defense mechanism against neurotoxins. The area postrema in the brain is responsible for inducing vomiting when poisons are detected, and for resolving conflicts between vision and balance. When feeling motion but not seeing it (for example, in a ship with no windows), the inner ear transmits to the brain that it senses motion, but the eyes tell the brain that everything is still. As a result of the discordance, the brain will come to the conclusion that the individual is hallucinating and further conclude that the hallucination is due to poison ingestion. The brain responds by inducing vomiting, to clear the supposed toxin.’..
Posted on: Mon, 15 Dec 2014 17:22:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015