আমি সেই ছেলে , যে সিম - TopicsExpress



          

আমি সেই ছেলে , যে সিম ব্যতীত ১ বছর মোবাইল use করেছি ! আমি সেই ছেলে , যে বাজারে গিয়ে কোনদিন মোবাইলে কথা বলিনি..!কিন্তু এখন মুরব্বিদের পাশে বসে পায়ের উপর পা তুলে মোবাইলে কথা বলি! আমি সেই ছেলে , যে সেইরকম সিগারেটখোর দের সাথে দিন রাত থেকেও জীবনে ১ বারও সিগারেট মুখে দেই নি!! আমি সেই ছেলে , যে রাত ৯ টার পরে বাড়ি ফিরলে হাজারো কইফিওত দিতে হতো ,কিন্তু এখন রাতে বাড়ি না ফিরলেও কিছু হয় না..! আমি সেই ছেলে , যে রাত ১০ টার পরে কখনো ফেসবুকে থাকতাম না.! কিন্তু এখন অনেক রাত পর্যন্ত থাকি ! আমি সেই ছেলে , যে বুকে হাজারো কষ্ট নিয়ে সবার সঙ্গে হেসে -খেলে দিন পার করি! আমি সেই ছেলে , যেখানে অন্যান্য ছেলেরা Tension এ একের পর এক সিগারেট টানে , কিন্তু আমি একের পর এক গান শুনতে থাকি .! আমি সেই ছেলে , যার মেয়েদের সঙ্গে কথা বলার সময় কান গরম হয়ে যায়. এমন ভাবেঈ চলতে জেনো পারি
Posted on: Sat, 15 Nov 2014 05:57:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015