আমরা অনেকেই জানিনা যে - TopicsExpress



          

আমরা অনেকেই জানিনা যে বাংলাদেশকে প্রথম স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিলো ইসরায়েল। সেটি যুদ্ধ শুরু হওয়ার মাত্র ৩৩ দিনের মাথায়, ২৮শে এপ্রিল ১৯৭১। সাথে ছিলো বিভিন্ন ধরণের সাহায্য সহযোগিতার আশ্বাস। বাংলাদেশ সরকার সেটি প্রত্যাখান করে। ১৯৭২ সালের ৪ঠা ফেব্রুয়ারি পুনরায় চেষ্টা করে ইসরায়েল এবং পুনরায় প্রত্যাখান। তাদের সাথে কোনরকম কুটনৈতিক স্বম্পর্ক স্থাপনেও রাজি হয়নি আমাদের সরকার। আমাদের পাসপোর্টেও লেখা আছে, All countries of the world except Israel . অথচ তেলের সাগরে ভাসমান আরব দেশগুলো ইসরায়েলের সাথে সকল ধরনের কুটনৈতিক ও বানিজ্যিক স্বম্পর্ক বজায় রেখে তাদের পদলেহনে ব্যস্ত।। #Proud_to_be_Bangladeshi #Support_Gaza
Posted on: Sat, 26 Jul 2014 12:10:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015