আসন্ন শ্রীলঙ্কার - TopicsExpress



          

আসন্ন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের জন্য শ্রীলঙ্কা নির্বাচন কমিশনের আহবানে বিশ্বখ্যাত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা Asian Network for Free Elections (ANFREL) ১৩ টি (জাপান, বাংলাদেশ, থাইল্যান্ড, তাইওয়ান, দক্ষিন কোরিয়া, সিংগাপুর, ফিলিপাইন, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, প্রভৃতি) দেশের ৩৫ জন নির্বাচন পর্যবেক্ষকের সমন্বয়ে এক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ দল ইতিমধ্যেই শ্রীলংকায় প্রেরণ করেছে। বাংলাদেশের পক্ষে ফেয়ার ইলেকশন মনিটরিং এলায়েন্স (ফেমা) হতে আমার ৩ জন সহকর্মী এই পর্যবেক্ষণ দলে বাংলাদেশের লাল-সবুজের প্রতিনিধিত্ব করছে। উল্লেখ্য ফেমা হতে মোট ৬ জন (আমি সহ) ইতিমধ্যে ANFREL সহ আর ১টি আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থায় আন্তর্জাতিক মানদণ্ডে নিবন্ধিত হয়ে সংস্থা গুলির হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছে। Independent Election Observers from the Asian Network for Free Elections (ANFREL) are deployed across Sri Lanka to observe the upcoming Presidential Election which is scheduled to be held on January 8, 2015. The observers from all over Asia will begin their duty to assess the overall electoral process from preparations, campaigns, polling day process, to counting. The observations will be assessed based on the laws governing elections in Sri Lanka. ANFREL Election Observation Mission (EOM), composed of observers with diverse background, expertise, and experience, are deployed in 25 districts across the country to closely witness the electoral process and to contribute in achieving credible election. The deployment of ANFREL EOM confirms the organization’s firm commitment to the strengthening of a more inclusive democracy in Sri Lanka. dailymirror.lk/58969/election-monitors-on-way-to-sl#sthash.tTHGZsQN.dpuf
Posted on: Tue, 30 Dec 2014 13:51:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015