ইংরেজী নিয়ে আরও দশ টি - TopicsExpress



          

ইংরেজী নিয়ে আরও দশ টি মজার এবং বিস্ময়কর তথ্য 1. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable। 2. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই। 3. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে 14টি vowel আছে। 4. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) । 5. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By। 6. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি। 7. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া। 8. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়। 9. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে। 10. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই। >>ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ও টাইমলাইনে শেয়ারের মাধ্যমে পোস্টটি সেভ রাখতে পারো
Posted on: Thu, 20 Nov 2014 05:56:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015