ইংরেজি শব্দের মজার তথ্ - TopicsExpress



          

ইংরেজি শব্দের মজার তথ্ :: ) ১। Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়। ২। Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে । ৩। ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed ,succeed ৪। Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে । ৫। ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous,stupendous,hazardous ৬।Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাতব্যবহৃত হয়। ৭। screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ। ৮। Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে। ৯। set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে। ১০। therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he,in, rein, her, here, ere, therein, herein । পরবর্ত পর্ব গুলো পোষ্ট করতে লাইক,শেয়ার করে উত্সাহ দিন ।
Posted on: Mon, 24 Jun 2013 04:45:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015