ইসলামে দুটা extreme sect আছে, - TopicsExpress



          

ইসলামে দুটা extreme sect আছে, যারা ইসলাম নিয়ে অল্পবিস্তর পড়াশোনা করেছেন তাদের এ দুটো sect এর নাম জেনে থাকার কথা, খারেজি এবং মুর্জিয়া। ইতিহাস থেকে দেখা যায়, খারেজি sect এর উত্থান বেশি ঘটে তখন, যখন মুসলিমরা শক্তিশালী থাকে এবং ঐক্যবদ্ধ থাকে। আর বর্তমানকালের বাস্তবতা থেকে আমরা দেখি মুসলিমরা বিভক্ত এবং তারা দ্বীন থেকে দূরে সরে আছে, আর তাদের মধ্যে জেকেঁ বসেছে মুর্জিয়া sect এর আক্বীদা। "আল্লাহর সাথে আমার সম্পর্ক একান্তই ব্যাক্তিগত", "পর্দা আমার মনে", "আমি গুনাহগার বান্দা তো কি হয়েছে আল্লাহ তো ক্ষমাশীল তিনি আমাকে ক্ষমা না করে পারেনই না", "হ্যা নামায পড়ি না তো কি হয়েছে আমি আল্লাহকে তো বিশ্বাস করি, ঈমান আমার তরতাজা"- এ কথাগুলো মুর্জিয়া আক্বীদা ইনফ্লুয়েন্সড কথাবার্তা। মুর্জিয়ারা কাজ (আমল) এর সাথে বিশ্বাসের (ঈমান) সম্পর্কস্থাপন করে না। তাদের ইসলাম তাদের অন্তরে, কাজে নয়, তারা too much lenient. মজার ব্যাপার হচ্ছে যে, মুসলিম উম্মাহর একটা বড় অংশের মধ্যে এ ধরণের চিন্তাভাবনা খুব dominant হলেও, খারেজিদের নাম যত বেশি শোনা যায়, মুর্জিয়াদেরটা ততই যেন কম! কেউ একটা স্ট্রিক্ট পজিশন নিলেই তাকে "খারেজি", "এক্সট্রিম" বলে ট্যাগ দেয়াটা কিছু মুসলিমের নেশায় পরিণত হয়েছে। সবচেয়ে বিপদজনক ব্যাপার হল, "ইক্বামাতে দ্বীন", "আল জিহাদ", "আল-ওয়ালা আল বারা" এ সব ইস্যুতে যারা সত্য কথা বলেন এবং সে অনুযায়ী কাজ করেন তাদেরকে খারেজি ট্যাগ দেয়া। এবং সম্ভবত সবচেয়ে জঘন্য বিষয় হচ্ছে মুজাহিদীনদেরকে খারেজি ট্যাগ দেয়া, যারা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, অথচ খারেজিদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা কাফিরদেরকে ছেড়ে দেয় এবং মুসলিমদের সাথে যুদ্ধ করে! এই ইস্যুগুলো হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে crucial issue, এগুলোতে কথা বলতে guts লাগে, আর guts জিনিসটা সবার থাকে না। বরং এগুলোর বিরুদ্ধে কথা বললে কাফিরদের তীরের মুখোমুখি হতে হয় না, স্রোতের বিপরীতে দাড়াঁতেও হয় না। আজকে উমর (রাঃ) বেঁচে থাকলে তিনি সবার আগে "খারেজি" ট্যাগ খেতেন আমি নিশ্চিত! হ্যা, বর্তমান সময়েও খারেজিদের ছিটেফোঁটা দেখতে পাওয়া যায়, কিন্তু তার থেকেও বড় সমস্যা, মুর্জিয়াদের ইরজাকে আজ্কে শক্তভাবে tackle করতে হবে। যেকোনো নবী-রাসূল তার ক্বওমের প্রাসংগিক সমস্যাগুলো নিয়ে কথা বলতেন। তাই আজকের দিনের দাঈদের উচিত এই ব্যাপারাটি মাথায় রেখে মুসলিম উম্মাহর কোন সমস্যা কতটুকু সিরিয়াস বাস্তবতার নিরিখে সেটি বুঝে সমস্যাকে address করা। Collected From Brother Zim Tanvir https://facebook/zimtanvir?fref=ts
Posted on: Tue, 13 Aug 2013 18:32:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015