:একজন লুল বালিকা....... . . . - - TopicsExpress



          

:একজন লুল বালিকা....... . . . - এই যে কলা কত করে কেজি? : আপা কলা তো কেজি হিসেবে বেচাকেনা হয় না। :-O - আজিব, তাইলে কেমনে বিক্রি করেন? : হালি, ডজন এইভাবে। - ওহ তাইলে আমাকে এক কেজিতে যে কয়টা কলা হয় সেই হিসাব করে দেন। :-) : আরে আপা কলা কেজিতে মাপে কেমনে? কইলাম না একবার হালি অথবা ডজন হিসাবে লন। :-( - ওকে তাহলে ২ ডজন দেন। : এই লন - একি! এখানে তো এত্তগুলি কলা ২-৩ কেজি তো হবেই। এতগুলি কলা দিয়ে আমি কি করব? বললাম তো এক কেজি দেন। : আল্লারে কয়বার কমু কলা মাইপ্পা বেঁচা যায়না ;-( - উপস সরি। তাইলে এক কাজ করেন আমাকে এক ডজন কলা দেন। :-) : এই লন :-( - How much? :-/ : কিতা? - দাম কত? : ৮০ ট্যাকা - কিহ! :-O ৭০ টাকা কম রাখবেন? নাহলে আপনার দোকান থেকে নিব না :-/ : :-O তইলে আমার ১২টা কলার দাম ১০ ট্যাকা? থাক মুখ খ্রাপ করলাম না। - আপনার কলা আমি নিবও না :-/ হুহ : লইবেন না তইলে এতক্ষণ গ্যাঁজাইলেন ক্যারে? - আপনি ১০ টাকায় দিবেন না কেন? : ৮০ ট্যাকার কলা আপনে বেশি হৈলে ১০ টাকা কম দিতে পারেন কিন্তু ৭০ টাকা কম এইডা কি দুইন্নাতে সম্ভব? :-O - আম্মু বলেছে সবকিছু দামাদামি করে কিনতে। : **লামনা কলার ব্যবসা। বায়ে লন :-@ - ছিহ কি অসভ্য একদম আমার ৭ নাম্বার বয়ফ্রেন্ড জেমস আন্ডারসনের মত। বেয়াদপ দোকানদার :-@ : তা কলা কি খাইতে নিবেন নাকি বেগুনের কাম চালাইতে নিবেন তা খুব ভালা কৈরাই জানি। B-) - Lol !! ইচ্ছা করতাছে block মেরে দেই কিন্তু ফেসবুকে না হওয়ায় বেঁচে গেলি দোকানদারের বাচ্চা। :v
Posted on: Sat, 13 Sep 2014 10:10:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015