একটি Theory পড়ে বুঝা যতটা সহজ, - TopicsExpress



          

একটি Theory পড়ে বুঝা যতটা সহজ, এর অনুবাদ করা ততটাই কঠিন। অনুবাদগত ত্রুটিগুলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন........................ Charles Dow প্রায় ১০০ বছর আগে যে Theory দিয়ে গেছেন , ১০০ বছর পরেও মনে হবে Theory টি যেন বর্তমান সময়ের জন্যই দেয়া ; Theory পড়লে আপনার আরও মনে হবে এটি যেন বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়েই লিখা। বর্তমানের volatile এবং technology-driven market এও Theory টির মুল প্রতিপাদ্য বিষয় একই আছে, আবেদন এতটুকু কমেনি। Charles Dow যে Theory টি দিয়েছিলেন তা পরিমার্জন করেন William Hamilton আর তা লিপিবদ্ধ করেন Robert Rhea । Dow শুধু technical analysis এবং price action নিয়েই তাঁর Theory সীমাবদ্ধ করেনি এর পাশাপাশি তিনি market philosophy ও খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। Charles Dow এবং William Hamilton যে তত্ত্ব টি দিয়েছিলেন তা পরবর্তী সময়ে Wall Street এ ব্যপক ভাবে সমাদৃত ও গৃহীত হয়েছিল এবং এখন হয়ে আসছে। যারা বলেন ১০০ বছরের পুরনো Theory বর্তমানে অচল তারা যদি Theory টি মন দিয়ে পরেন তাহলে বলতে বাধ্য হবেন ১০০ বছর আগে শেয়ার মার্কেট যে আচরন করত বর্তমানেও মার্কেট সেই একই আচরন করে । আমরা আজ technical analysis বলতে যা বুঝি তাঁর মূলে রয়েছে Dow theory যারা শেয়ার ব্যাবসা করেন অথচ technical analysis জানেন না তাদের জন্যও এই theory চমৎকার আলোকবর্তিকা হিসাবে কাজ কবে। Charles H. Dow ছিলেন The Wall Street Journal এর part owner এবং editor । Dow theory এর মূল বিষয়বস্তু হোল বিভিন্ন পরিস্থিতিতে শেয়ার মার্কেট কেমন আচোরন করে এবং এই আচোরন কে কাজে লাগিয়ে কিভাবে সফল ভাবে ব্যাবসা করা যায়। ১৯০২ সালে তাঁর মৃত্যুর আগে পর্যন্ত Charles H. Dow ; The Wall Street Journal এ যে editorials গুলি লিখেন তা তিনি Theory আকারে publish করে যেতে পারেননি। তা মৃত্যুর পর বেশ কয়েকজন বাজার বিশ্লেষক তাঁর Theory গুলিকে একত্রিত করে বই আকারে বের করেন ; তাঁদের মধ্যে অন্যতম হলেন * William P. Hamilton এর The Stock Market Barometer (1922), *Robert Rhea এর The Dow Theory (1932), *E. George Schaefer এর How I Helped More Than 10,000 Investors To Profit In Stocks (1960) এবং *Richard Russells The Dow Theory Today (1961).
Posted on: Mon, 18 Aug 2014 14:05:18 +0000

Trending Topics



class="stbody" style="min-height:30px;">
Hello to all of you who are on my list of contacts of Facebook. I
Unbelievable display. This Truly Is Incredible Remember the two

Recently Viewed Topics




© 2015