একটি খোলা চিঠি--- দিলাম - TopicsExpress



          

একটি খোলা চিঠি--- দিলাম লিখে – দয়া করে নিবেন দেখে প্রিয় দেশবাসীর প্রতিঃ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার , ছাত্র , শিক্ষকঃ আমাদের সম্পর্কে জানুনঃ অনেক সরাসরি সরকারি প্রতিষ্ঠান হতে পাশ বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা অভিযোগ করেছেন আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম সম্পর্কে , আপনাদেরকে বলব অনুমান করে কোন কিছু বলা ঠিক না । আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শি সিলেবাস দেখেন , সরকারি পলিটেকনিকে গিয়ে দেখেন কিভাবে ব্যাবহারিক ও হাতে কলমে শিক্ষা দেয়া হয় – তারপর মন্তব্য করবেন !!! তারপরও সংক্ষেপে বর্ণনা করলামঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা : ১। HSC বিজ্ঞান বিভাগের গণিত , পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান সহ বাংলা , ইংলিশ, অর্থনীতি , ইতিহাস , পৌরনীতি পড়তে হয় । ২ । অনার্সের কিছু গণিত , পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান পড়তে হয় ৩।ব্যবসায় বিভাগের হিসাব বিজ্ঞান, Business Organization , Business Communication , ব্যবসায় উদ্যোগ , Management . পড়তে হয় ৪। পরিবেশ বিজ্ঞান , শারীরিক শিক্ষা পড়তে হয় ৫। ৩৫থেকে ৫০টি ইঞ্জিনিয়ারিং সাবজে পড়তে হয় ৬। ছয় মাসের Industrial Training ৭।হাতে কলমে শিক্ষা , অসংখ্য ব্যাবহারিক ৮। চার বছরে প্রায় ১০,০০০ মার্কের পরীক্ষা দিতে হয় । ৯। পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে হয় শুধুমাত্র বোর্ড ফাইনাল পরীক্ষার বড় প্রশ্নের একটা অতিরিক্ত প্রশ্ন মাঝে মাঝে থাকে। ১০।পাশ মার্ক ৪০% ১১। সেশনাল ও বোর্ড ফাইনাল পরীক্ষায় আলাদা পাশ করতে হয় ১২।প্রতি সাবজেক্টে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট , মিড সেমিস্টার পরীক্ষা , মৌখিক পরীক্ষা , সেমিস্টার বোর্ড ফাইনাল পরীক্ষা থাকে । ১৩। ৭০-৮০% ক্লাসে উপস্থিতি না থাকলে তাকে পর না । !!!!! আমরা বিএসসি ইঞ্জিনিয়ারদের সমান দাবি করি না বরং এক ধাপ নিচে থাকতে চাই !!!! অন্য দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ এবং সাধারন বিএসসি পাশ সমমান তবে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ উপরে থাকবেএবংচার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর সরাসরি বিএসসি ইঞ্জিনিয়ারিং ৩য় বর্ষে ভর্তি হয় এটা অবশ্যই যুক্তিসঙ্গত। যেমন Diploma in Engineering: From Wikipedia, the free encyclopedia Jump to: navigation, search The Diploma of Engineering Studies aims to provide students with the ability to communicate effectively in English; a sound knowledge of basic engineering, scientific, computing and mathematical techniques; a knowledge of, and ability to apply, basic problem solving techniques; and basic knowledge and skills in one of the following fields: civil engineering; computer systems engineering; electrical and electronic engineering; environmental engineering; geographic information systems; mechanical engineering; mechatronics engineering or surveying and many more engineering/ vocational/ technical subjects. Status of Diploma in Engineering with respect to other Degrees: From Wikipedia, the free encyclopedia Diploma in engineering in comparison to corresponding Bachelor of engineering or technology is lower but equivalent to comparative bachelor of science degree, e.g. diploma in engineering in electronics is lower in rank than bachelor of technology in electronics engineering but is equivalent to bachelor of science i.e. BSc in electronics or diploma in engineering in computers is lower in rank than bachelor of technology in computer engineering but is equivalent to bachelor of science i.e. BSc in computer science. Also Diplomas are little bit specific in nature e.g. Diploma in Engineering of Electronics Engineering may be in Advanced Communication Systems (ACS) or Integrated Circuits (IC) or Industrial Electronics (IE), etc.Like • • Unfollow Post • Share • 23 hours ago near Dhaka ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবিঃ ১। বেতণ ব্যাপারে ------: আমরা কখন বিএসসি ইঞ্জিনিয়ারদের সমান বেতন দাবি করি না বরং এক ধাপ নিচে থাকতে চাই !!!! সহকারী প্রকৌশলী (প্রথম শ্রেণীর কর্মকর্তা,৯ম গ্রেড) পদে নতুন নিয়োগ পেয়ে ১১,০০০/=+৪৯০/= টাকা মুল বেতনে চাকরি শুরু করে , সেখানে উপ সহকারী প্রকৌশলী প্রকৌশলী(দ্বি য় শ্রেণীর কর্মকর্তা, ১০ম গ্রেড) ৮০০০/ =টাকা মুল বেতনে চাকরি শুরু করে । এখানে আমাদের দাবি উপ সহকারী প্রকৌশলী ৮০০০/= +৪৫০/ =টাকা মুল বেতনে চাকরি শুরু করা হোক – আর একটা সমস্যা সহকারী প্রকৌশলী এক ধাপ লাফিয়ে চার বছর পর 7th ...........1500 0-700x16-26200/ - স্কেলে যায় , আট বছর পর 6th ...........1850 0-800x14-29700/ - স্কেলে যায় সেখানে উপ সহকারী প্রকৌশলী চার বছর 9th ...........1100 0-490x7-14430-E B-540x11-20370/ -আট বছর পর 8th ...........1200 0-600x16-21600/ -স্কেলে যায়। অর্থাৎ (৫-৮) এই চার বছরে মাত্র ১০০০/=স্কেল বৃদ্ধি পায় বলেন এটা কি মানা সম্ভব???? আমরা কখন বিএসসি ইঞ্জিনিয়ারদের সমান বেতন দাবি করি না বরং এক ধাপ নিচে থাকতে চাই !!!! ২। পদন্নতির কোটা প্রসঙ্গেঃ -------- আমরা শুধু মাত্র “উপ সহকারী প্রকৌশলী”(দ্বিত ীয় শ্রেণীর কর্মকর্তা, ১০ম গ্রেড) হতে পদন্নতি পেয়ে –“সহকারী প্রক শ্রেণীর কর্মকর্তা,৯ম গ্রেড) পদে নিয়োগের জন্য ঐ প্রতিষ্ঠানের কর্মরত ৫-২৫/৩০ বছর ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ সহকারী প্রকৌশলী (দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, ১০ম গ্রেড) পদে কর্মরত আছেন তাদের চাকরির জ্যেষ্ঠতা অনুযায়ী পদন্নতির কোটা চেয়েছি । কখন নতুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে - সহকারী প্রকৌশলী পদে নিয়োগ চাই নাই । একটু মনযোগ দিয়ে পড়েনঃ দেশে অনেক কোম্পানি আছে যার মালিক Buet, Kuet , Ruet , Cuet বা বিভিন্ন প্রতিষ্ঠান হতে পাশ বিএসসি ইঞ্জিনিয়ার । সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারা প্রথম করে ঐ একই পদে ৩-৪ বছর ঐ প্রতিষ্ঠানে চাকরি করে ডিপ্লোমা ই কে বসান হয় কিংবা ৪-৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে ঐ পদে নতুন ভাবে নিয়োগ দেয়া হয় । এমন প্রাইভেট প্রতিষ্ঠান বাংলাদেশে হাজার হাজার আছে । আপনারা আপনাদের প্রাইভেট প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদ পদন্নতি দেন আর সরকারি প্রতিষ্ঠানে কেন বিরোধিতা করেন????? আর বিদেশে শিক্ষার চেয়ে অভিজ্ঞতা ও কাজের মুল্য দেয়া হয় বেশী । আমাদের দেশ থেকে অনেকে বিদেশে গিয়ে বিএসসি ই ও অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একই পদে এবং একই বেতনে চাকরি করে । বিশ্বাস না হয় বিদেশি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন। দেশে কোন প্রতিষ্ঠান হতে লিয়েন (বিদেশে চাকরি করার জন্য বিনা বেতনে ছুটি নেয়া) নিয়ে উপ সহকারী প্রকৌশলী ,সহকারী প্রকৌ উপ বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী বিভিন্ন দেশে চাকরি করতে যায় । এমন উদাহরণ আছে ঐ দেশে এই উপ সহকারী প্রকৌশলী ,সহকারী প্রকৌ উপ বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী সবাই একই পদে ও একই বেতনে চাকরি করে । ৫ বছর পর দেশে ফিরে সবার পদন্নতি হয় কিন্তু উপ সহকারী প্রকৌশলীর আর পদন্নতি হয় না। কেন এই বৈষম্য ????? বাস্তব সত্যঃ কোন সরকারি প্রতিষ্ঠানে সহকারী প্রকৌ শ্রেণীর কর্মকর্তা,৯ম গ্রেড) ও উপ সহকারী প্রকৌশলী (দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, ১০ম গ্রেড) একই সময়ে চাকরি শুরু করে। পাশাপাশি চেয়ারে বসে ।তাদের অর্পিত কাজ ও দায়দায়িত্ব পালন করে । রমজানে একই প্লেটে বসে ইফতারি করে । কত সুখ – দুঃখের জীবন কাটে । ৫ বছর পর প্রথম ব্যাক্তি সহকারী প্রকৌশলী হতে উপ বিভাগীয় প্রকৌশলী (প্রথম শ্রেণীর কর্মকর্তা , ৮ম গ্রেড) পদন্নতি হয় ।তার কারিগরি কাজ কমে ব্যবস্থাপনার কাজ বৃদ্ধি পায় । ।৫ বছর পর দ্বিতীয় ব্যক্তির একই কাজ । ১০-১২ বছর পর প্রথম ব্যাক্তি উপ বিভাগীয় প্রকৌশলী হতে নির্বাহী প্রকৌশলী (প্রথম শ্রেণীর কর্মকর্তা) পদন্নতি হয় ।তার ব্যবস্থাপনার কাজ ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পায় । ১০-১২ বছর পর দ্বিতীয় ব্যক্তির একই পদ একই কাজ। ২০-২৫ বছর পর প্রথম ব্যাক্তি নির্বাহী প্রকৌশলী হতে তত্ প্রকৌশলী পদন্নতি হয় ।তার প্রশাসনিক ক্ষমতা ও সুযোগ সুবিধা বৃদ্ধি পায় ।২০-২৫ বছর পর দ্বিতীয় ব্যক্তির একই পদ একই কাজ। ২৫-৩০ বছর পর প্রথম ব্যাক্তি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হতে প্রধান প্রকৌশলী (প্রথম শ্রেণীর কর্মকর্তা ) পদন্নতি হয়। এখন তার কত খ্যাতি , ক্ষমতা সুযোগ সুবিধার শেষ নেই । আর হতভাগ্যা ২৫-৩০ বছর পর দ্বিতীয় ব্যক্তির একই পদ একই কাজ। অথচ ঐ প্রতিষ্ঠানে সাহায্যকারী বা পিয়ন- করণিক (৪র্থ শ্রেণী)পদে একই সাথে যোগদান করে ২৫-৩০ বছর পর সহকারী পরিচালক , উপপরিচালক, পরিচালক পদে পদন্নতি হয় । যে ২৫-৩০ বছর আগে দ্বিতীয় ব্যক্তিকে স্যার বলত তাকে দ্বিতীয় ব্যক্তি ২৫-৩০ বছর পর উল্টা স্যার বলে। কেমন লাগে বলুন ??? একটু খেয়াল করুণ যেখানে আপনারা আপনাদের প্রাইভেট প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদ পদন্নতি দেন , আমাদের দেশ থেকে অনেকে বিদেশে গিয়ে বিএসসি ই ও অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একই পদে এবং একই বেতনে চাকরি করে। বাংলাদেশে সরকারী চাকরির একই প্রকৌশল বিভাগে চাকরি করে পদন্নতির সুযোগ থাকার পরও কেন পদন্নতি দিতে এত তালবাহানা ???? আপনাদের পদন্নতি হবে কেন আমাদের হবে না???? বিএসসি ইঞ্জিনিয়ারা যে সময়ে দুইটা পদন্নতি আমাদের একটা দেন !!!! অভিযোগঃ আগে সহকারী প্রকৌশলী উপ বিভাগীয় প্রকৌশলী সম মর্যাদার পদ ছিল এবং আমাদের (উপ সহকারী প্রকৌশলীদের )পদন্নতির কোটা ৩৩% তখন ২৫-৩০ বছর চাকরি করে অন্তত একটা পদন্নতি হত কিন্তু বর্তমানে সহকারী প্রকৌশলী হতে উ বিভাগীয় প্রকৌশলী পদন্নতির পদ হয়ায় মুলত কোটা ১৭% নিচে নেমে আসে । ফলে অধিকাংশ উপ সহকারী প্রকৌশলী ২৫-৩০ বছর একই পদ নিয়ে অনেক দুঃখ, অপমান ও ক্ষোপের সাথে অবসরে যায় !!!!!! !!!!! আমরা কখন বিএসসি ইঞ্জিনিয়ারদের সমান দাবি করি না বরং এক ধাপ নিচে থাকতে চাই !!!! ৩। প্রশাসনিক পদে জেনারেলিস্ট নিয়োগ প্রসঙ্গেঃ -------- অন্যায়, অনিয়ম, জুলুম ,অকারনে বদলি , বেতন বৃদ্ধি বন্ধ , বহিষ্কার ,পদন্নতি দিতে তালবাহানা শু করেন , নানা নির্যাতনে অতিষ্ঠ হয়ে এ দাবি চাচ্ছি । নিরপেক্ষভাবে দেখেন। বিএসসি ইঞ্জিনিয়ারা অন্যায়, অনিয়ম,অবিচার , জুলুম বন্ধ করেন আমরা এ দাবি তুলে নেব। ৪।নামের আগে প্রকৌশলী লেখা নিয়ে বাংলাদে ছাড়া বিশ্বের আর কোন দেশ মন্ত্রালয়ে গিয়ে আইন পাশ করে ???? নিচু মন মানসিকতা আর কাকে বলে??? অথচ সেই ব্রিটিশ আমল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা এদেশে শ্রেণীর প্রকৌশলী হিসাবে পরিচিত। আপনারা জানেন সেই ইউনিয়ন উপজেলা থেকে রাজধানী ঢাকা পর্যন্ রোদ বৃষ্টি ঝড় তুফান কাঁদা বালি মাটেঘাটে আপনাদের সামনেই রাত দিন কাজ করছি । বিদেশে চাকরি করে কত রেমিটেন্স পাঠাচ্ছি । কেন আজ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এত অবেহেলিত????? আমাদের এই ছোট দেশে জনসংখ্যা একটি বড় সমস্যা । এই জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে আমাদের দেশ উন্নত হবে। আজ দেশের শিক্ষিত বেকারের সংখ্যা এত বেশী সবাই কাজের জন্য হতাশ ।বেকারত্ব দূর করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। যে দেশে কারিগরি শিক্ষার হার যত বেশী সে দেশ তত উন্নত। যেখানে সারাবিশ্ব কারিগরি শিক্ষাকে গুরুত্ত দিচ্ছে , সরকার কারিগরি শিক্ষার প্রসারের চেষ্টা করছেন – সেখানে একটি কুচক্রী মহল নিরুৎসাহী করছেন কেন????? কার স্বার্থে ??? প্রিয় দেশবাসী আপনারা বিচার করেন ,আমাদেরকে অন্যায়, অনিয়ম, জুলুম নির্যাতন থেকে মুক্ত করেন!!!
Posted on: Sun, 06 Oct 2013 08:25:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015