....... একটি মজাদার কিন্তু - TopicsExpress



          

....... একটি মজাদার কিন্তু অতি গুরুত্বপূর্ণ ফ্যান-পোস্ট ....... কিছুক্ষণ আগে একটি রিপোর্ট পড়লাম। রিপোর্টের উল্লেখযোগ্য অংশ অনেকটা এরকম- উচ্চগতির নেটওয়ার্ক উন্নয়নের কারণে অধিকাংশ মোবাইল গ্রাহকদের আগামী ছয় মাস পর্যন্ত নেটওয়ার্ক সমস্যার মুখোমুখি হতে হবে। অধিক গ্রাহক সংখ্যার কারণে ঈদ মৌসুমে মফস্বলের বিটিএসগুলোতে অতিরিক্ত চাপ পড়ায় এই বিড়ম্বনা প্রকট হতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিদ্যম্যান টুজি প্রযুক্তির নেটওয়ার্ককে থ্রিজি-তে উন্নীত করার কারণে নির্বিঘ্নে ভয়েস কলের সংযোগ পাওয়া, বিনা নোটিশে সংযোগ বিচ্ছিন্ন হওয়া কিংবা কল ড্রপের পরিমাণ বেড়ে যেতে পারে। এমন সমস্যার মুখোমুখি হলে বারবার কল না করে একটু ধৈর্য ধরে কল করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, একবার সমস্যায় পড়ে বারবার কল করলে নেটওয়ার্ক বিজি থাকবে। তাতে ভোগান্তি বাড়বে। সূত্র মতে, থ্রিজি নেটওয়ার্ক চালু করতে ইতিমধ্যেই সেলফোন অপারেটররা নিজস্ব বিটিএসগুলো থেকে ১৮০০ ব্যান্ডের উপযোগী অ্যান্টেনা খুলে সেখানে ১৮০০ ও ২১০০ ব্যান্ড সমর্থিত ডুয়েল অ্যান্টেনা স্খাপন করছে কোনো কোনো সেলফোন অপারেটর। কেউ আবার বিদ্যমান বিটিএস টাওয়ারে অতিরিক্ত একটি বক্স ডিভাইস জুড়ে দিয়ে সফটওয়্যার আপগ্রেড করছেন। ফলে থ্রিজি নেটওয়ার্ক অপারেশনের জন্য মেশিন রিবুট করার সময় এলাকা ভেদে কম বেশি নেটওয়ার্ক বিড়ম্বনায় পড়তে হবে গ্রাহকদের। বাহ, দরদ তো দেখি উপচে পড়ছে প্রাইভেট অপারেটরদের ব্যাপারে! এই রকম পোস্ট দিয়ে পাবলিক সিম্পেথি তৈরী টেলিটকের সময় কই ছিল? টেলিটকের থ্রিজির কাজ করতে গিয়ে নেটওয়ার্ক সমস্যার সময় এই দরদ উপচাইয়া পড়ে নাই, উল্টা টেলিটকের গুষ্টি শুদ্ধা গালি গালাজ করা হয়েছে সব পত্রিকা আর টেক-ব্লগে। নেটওয়ার্কের সমস্যা হলে ধৈর্য্য ধরে কল করা র মত নছিহত তো টেলিটকের সময় কেউ দিল না! বইলা লাভ নাই, কারণ আমরা জাতি হিসেবে নির্লজ্জ আর হারামী একটা জাত। স্বদেশী ঠাকুর থেকে বিদেশী কুকুর আমাদের নিকট অধিক পুজনীয়। আর কিছু বলার মত রুচি নাই... :/ সবাইকে ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা। :/ লিখেছেন- সায়মন চৌধুরী
Posted on: Tue, 15 Oct 2013 14:38:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015