একটা সিক্রেট বলব ? ;-) আমি - TopicsExpress



          

একটা সিক্রেট বলব ? ;-) আমি খুব envious ! চারপাশের মানুষগুলোকে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করি। সবার উঠা-বসা, কথা বলার ধরণ, আচার-ব্যবহার, বিশ্বাস, মূল্যবোধ ইত্যাদি ইত্যাদি। মনোযোগ দিয়ে দেখি আর ভাবি মানুষ কত বৈচিত্রময় ! কেউ সুন্দর করে হাসতে জানে, কারও কাছে প্রত্যেক কথার কোন না কোন modest জবাব আছে, কেউ জীবন নিয়ে খুবই পজিটিভ, কেউ রোগে, শোকে পুড়লেও খুব সহজে তা আড়াল করে রাখে। আমি জানি না এ শক্তি, মনের জোর আসে কোথা থেকে ! সততা, আত্মবিশ্বাস, ইতিবাচকতা, straightforward স্বভাব - এ গুণগুলো খুব টানে মানুষের প্রতি। আবার কেউ কেউ বিলকুল নিজের গুণটা অস্বীকার করে বসে ! তাদের মাথার চুল দিয়ে উজ্জ্বল চেহারাটা ঢেকে রাখে। চুল সরালেই কিন্তু ধরা পড়বে ! একটা বিষয় খেয়াল করলাম, প্রত্যেকের কাছেই কিছু না কিছু শিখার আছে। তাই কাউকেই ছোট করে দেখার কোন কারণ নেই। I repeat, কাউকেই ছোট করে দেখার কোন কারণ নেই ! আজ হয়ত দেখে মনে হচ্ছে ছেলেটা গাধা, ও কোথাও চান্স পাবে না। ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু ২ দিন পর যদি দেখা যায় সে ঢাকা ভার্সিটির কোন একটা Top subject পেয়ে বসে আছে, তখন কী বলবেন ? আজ হয়ত ও খ্যাঁত, কিন্তু চাইলেই সে এক মাসে নিজেকে অনেক পাল্টে ফেলতে পারে। মাঝে মাঝে বৃত্তবন্দী মানুষগুলোর একটু আশার আলো দেখা লাগে, প্রয়োজন পড়ে কোন এক আহবানকারী হাতের। ভেবে দেখুন, সে হাতটা আপনার, আমারও হতে পারত ! শুধু প্রয়োজন একটু দৃষ্টিভঙ্গি বদলানোর। মাঝে মাঝে এই মানুষগুলোকে দেখে inspired হই। কেউ কেউ আছে মুখের কথায় মানুষকে অনুপ্রেরণা যোগায়, কেউ কেউ তার কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে যায় ! এ ধরণের মানুষের প্রতি মন থেকে আপনা-আপনি শ্রদ্ধাবোধ তৈরি হয়ে যায়, নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় তাদের কাছে। নিজেকে envious দাবি করলাম এজন্যই। অসাধারণ মানুষগুলোকে দেখে খুব ইচ্ছা হয় তাদের গল্প শুনি, তাদের follow করি। আরও ইচ্ছা হয় তাদের জানিয়ে দিই, Salute you guys, keep it up. Were proud of you ! :-) By the way, আমি flatter করি না কাউকে। যখন যাকে যে কারণে ভাল লাগে, স্পষ্ট জানিয়ে দেই ! … … … ও … পুরো পোস্টে একটা ব্যাকরণের নিয়ম প্রয়োগে ভুল করলাম। সম্মানজনক কারও নামের বদলে বিশেষণ প্রয়োগ করলে একটা চন্দ্রবিন্দু দিতে হয়। তারা নয়, হবে তাঁরা। ;-) এ পোস্টটা তাঁদেরকেই উৎসর্গ করে দেওয়া হল। :-)
Posted on: Tue, 16 Sep 2014 19:07:10 +0000

Recently Viewed Topics




© 2015