একবার ভাবুন তো... নগরের - TopicsExpress



          

একবার ভাবুন তো... নগরের প্রতিটি যাত্রী ছাউনিতে একটি করে বই এর রেক আছে... কর্পোরেশন থেকে প্রতিটি মিনি লাইব্রেরীর দেখাশোনা করবার জন্য একজনকে দায়িত্ব দেয়া হল। মানুষজন এক কাপ চায়ের অর্ডার দিয়ে চলে গেল রাশিয়ান কোন রূপকথায়। এক বিকেলে... বাংলা মোটরে স্কুল পড়ুয়া যুবক পড়ছে আনাফ্রাংকের ডাইরী... সেগুন বাগিচায় চাকরিজীবী মহিলা পড়ছেন তলস্তয়ের ‘ দিনপঞ্জী’ ট্যাক্সি ড্রাইভার চা তে বন চুবিয়ে আরাম করে খাচ্ছেন। তার হাতে ৭১ এর দিন গুলি... মবিনের দোকানে চায়ের বিল দিতে গিয়ে তাকেও কয়েকটি লাইন পড়ে শোনাল... উত্তেজনায় সারা শরীরে কাঁপুনির মত কিছু একটা হল ! ট্রাফিক সার্জেন্ট ট্রাক থেকে টাকা হাতিয়ে একটা ছোট মোজো অর্ডার করল। পায়ের উপরে পা তুলে সিগারেট জ্বালিয়েছেন... একজন শিকারি বাইনাকুলার দিয়ে পাখি নিশানা করে। ট্রাফিক নিশানা করে ট্রাক ! কী মনে করে হাতে নিল মেক্সিমের ‘ মা’... সিগারেট ফেলে দিল। মাকে হাতে রেখে সিগারেট খাওয়া যায় না; এটা অন্যায় ! ব্যস্ত সাদা পিকাপের হর্নের আড়ালে তার চোখ পানি এসে গেল..! এতে কী হবে জানেন? মানুষ প্রথমে বইয়ের মলাট নিয়ে নাড়াচাড়া করবে। পৃষ্ঠা দুয়েক পড়ে হাসি তামাশা করে চলে যাবে... এক সময় পড়তে শুরু করবে... এদেশের চাকুরীজীবীরা জানবে বিভূতিভূষণকে। মার্গেজের বই পড়ে কাঁদবে কাস্টম অফিসার। ক্লাসের ফেল করা ছাত্রের আগ্রহ থাকবে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শেষ কিছু চিঠি নিয়ে... ডাক্তাররা জানবেন মানুষ কেন তাদের কাছে আসে... থানার দারোগার জানা থাকবে সমরেশ জলপাইগুড়ির ইতি কথা... বদলাতে শুরু করবে... হুট করে না... একটু একটু করে... অন্যরকম এক বোধ জন্ম নিবে... প্রত্যেকের না; অনেকের ! লিখেছেনঃ- Zunayed Evan
Posted on: Sat, 29 Nov 2014 06:01:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015